পিসিবি চুক্তি ভঙ্গের অভিযোগে সুলতানকে সাময়িকভাবে স্থগিত করেছে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮:৪৩, ২৩ অক্টোবর ২০২৫

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতান। ছবি: সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানকে চুক্তি ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে স্থগিত করেছে। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করা হয়েছে বলে পাকিস্তানের পত্রিকা ডন জানিয়েছে।
সূত্র জানায়, পিসিবি সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ফ্র্যাঞ্চাইজিটির চুক্তি বাতিলের জন্য আনুষ্ঠানিক নোটিশও পাঠিয়েছে। বোর্ড ও মুলতান সুলতানের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এ পদক্ষেপের মাধ্যমে নতুন পর্যায়ে পৌঁছেছে।
তথ্য অনুযায়ী, মুলতান সুলতানের মালিক আলি তারিনের প্রকাশ্য সমালোচনাগুলির কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি পিসিবি ও পিএসএল ব্যবস্থাপনার বিরুদ্ধে একাধিকবার মন্তব্য করেছিলেন।
গত এপ্রিল মাসে আলি এক পডকাস্ট ক্লিপ শেয়ার করে এক্স (সাবেক টুইটার)-এ লিখেছিলেন— “পিএসএল ১০ কীভাবে ‘বড় ও ভালো’? একই খেলা, একই দল — নতুন কী? ফাঁকা কথায় বিরক্ত! পিসিবির হাতে নতুনত্ব আনার সময় ছিল, কিন্তু আমরা আগের বছরের পুনরাবৃত্তি করছি। আমাদের সবচেয়ে বড় ব্র্যান্ডের প্রাপ্য এর চেয়ে বেশি কিছু। দৃষ্টিভঙ্গিটা ব্যাখ্যা করুন!”
পরে সমালোচনার মুখে তিনি অবস্থান স্পষ্ট করে লিখেছিলেন— “আমি পিএসএলকে ভালোবাসি — এটা আমাদের তৈরি এক ‘মেড-ইন-পাকিস্তান’ সাফল্যের গল্প। আমার কথা নেতিবাচক ছিল না, বরং উন্নতির আহ্বান ছিল। সালমান নাসির ও পিসিবি দল যথাসাধ্য চেষ্টা করছেন। মালিকদের ঐক্যবদ্ধ হয়ে লিগকে উন্নত করতে হবে। স্থবিরতা নয়, এগিয়ে যাওয়া চাই!”
তবে পরিস্থিতি তাতে শান্ত হয়নি। জুলাই মাসে পিএসএল ১০-এর সাফল্য উদ্যাপন সংক্রান্ত পিসিবির এক ভিডিওর জবাবে তিনি আবারও লিখেছিলেন— “তালি দিচ্ছেন? সত্যি? টিভি রেটিং কমেছে, দর্শকসংখ্যা হ্রাস পেয়েছে, ডিজিটাল সম্পৃক্ততাও কমছে — অথচ আমরা উদ্যাপন করছি? পিসিবি, জেগে ওঠার সময় এসেছে। পিএসএলের জন্য আত্মতুষ্টি নয়, দরকার বাস্তব পরিকল্পনা।”
একজন পিসিবি কর্মকর্তা বলেন, এই ধারাবাহিক মন্তব্যগুলো লিগের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং ফ্র্যাঞ্চাইজি চুক্তির শর্ত ভঙ্গ করেছে।
বোর্ডের পাঠানো নোটিশে নির্দিষ্ট ধারা উল্লেখ করে বলা হয়েছে, কোন কোন শর্ত লঙ্ঘিত হয়েছে। পিসিবি জানায়, তারা পিএসএলের সততা ও পেশাদার মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে, মুলতান সুলতানসের একজন মুখপাত্র ডন-কে জানান, “পিসিবি একটি আইনি নোটিশ পাঠিয়েছে, তবে এটি চুক্তি বাতিলের নোটিশ নয়।”
পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বোর্ডের সম্পর্ক নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে, তখন এই ঘটনাটি নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। অনেক অংশীদারই পিসিবির কর্মকাণ্ডে আরও স্বচ্ছতা ও ধারাবাহিকতার আহ্বান জানাচ্ছেন।