১০ বছর পর নিজেদের মাঠে উদ্বোধনী জুটির শতরান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭:০০, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:১৪, ২৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট দলের দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেটে টপ অর্ডারের ব্যর্থতা যেন দীর্ঘদিনের সঙ্গী। ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলকে চাপের মুখে পড়তে হয় প্রায়ই। তবে অবশেষে সেই খরা কাটালেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ সূচনা উপহার দেন এই দুই ব্যাটার। ১৬তম ওভারে গুদাকেশ মোতির বলে সাইফ হাসান লং-অন দিয়ে বিশাল ছক্কা হাঁকালে বাংলাদেশের স্কোর ছোঁয় ১০৩। সেই মুহূর্তেই ভাঙে দীর্ঘ ১০ বছরের রেকর্ড— মিরপুরে প্রথমবারের মতো উদ্বোধনী জুটিতে শতরান পেল বাংলাদেশ।
শেষবার এমন ঘটনা ঘটেছিল ২০১৫ সালের ১১ নভেম্বর। সেদিন দুই বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস মিলে গড়েছিলেন ১৪৭ রানের দুর্দান্ত জুটি। এরপর টানা ১০ বছর কেটে গেলেও মিরপুরে প্রথম উইকেটে তিন অঙ্কের পার্টনারশিপ দেখা যায়নি।
অবশেষে আজ সৌম্য ও সাইফের ব্যাটে ভর করে ভাঙল সেই দীর্ঘ প্রতীক্ষা। দু’জন মিলে প্রথম উইকেটে যোগ করেন ১৭৬ রান— যা সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা জুটি।
বাংলাদেশ দল আড়াই বছর ধরে কোনো ফরম্যাটেই উদ্বোধনী জুটিতে শতরান পায়নি। সর্বশেষ হয়েছিল ২০২৩ সালের ২৩ মার্চ সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে, যখন তামিম ইকবাল (৪১) ও লিটন দাস (৫০) গড়েছিলেন ১০২ রানের জুটি এবং বাংলাদেশ ১০ উইকেটে জয় পেয়েছিল।
আজ সাইফ হাসান ও সৌম্য সরকার দু’জনই শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং প্রদর্শন করেন। সাইফ ছক্কা হাঁকিয়ে দলকে ১০০ পার করান, তখন তার ব্যক্তিগত রান ছিল ৪৭ ও সৌম্যের ৫২। পরবর্তীতে সৌম্য ৯১ এবং সাইফ ৮০ রান করে আউট হন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৯.৪ ওভারে ২ উইকেটে ১৮৮ রান। ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত (৭) ও তাওহিদ হৃদয় (৩)।
এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন পেসার— হাসান মাহমুদ (৫/৩২), তাসকিন আহমেদ (৩/২৬) ও এবাদত হোসেন (২/২৯)— ঝলমলে বোলিংয়ে মাত্র ১০১ রানে প্রতিপক্ষকে গুটিয়ে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় আজও টাইগার পেস আক্রমণের প্রতি ছিল সবার দৃষ্টি।