শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

| ৮ কার্তিক ১৪৩২

ভাগনির জন্মদিনে ভিন্ন সাজে শাবনূর

বিনোদন প্রতিবেদক 

প্রকাশ: ২১:৩৫, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:০৪, ২৩ অক্টোবর ২০২৫

ভাগনির জন্মদিনে ভিন্ন সাজে শাবনূর

বোনের মেয়ের জন্মদিনে ভিন্ন সাজে শাবনূর। ছবি: শাবনূরের ফেসবুক পেজ

ঢালিউডের এক সময়ের সুপারহিট নায়িকা শাবনূর এখন সিনেমা থেকে অনেকটা দূরে। দীর্ঘদিন ধরে তিনি পরিবারসহ অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সবসময় সরব। নিয়মিত ভক্তদের সঙ্গে নিজের জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন।

সম্প্রতি বোনের মেয়ের ১৪তম জন্মদিন উপলক্ষে ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন শাবনূর। সেই ছবিগুলোতে একেবারে ভিন্ন রূপে—যেন রাজরানির সাজে হাজির হয়েছেন তিনি! জন্মদিনের আয়োজনে শাবনূর পরেছিলেন জাপানের ঐতিহ্যবাহী পোশাক ‘কিমোনো’। এই সাজে তাকে দেখে মুগ্ধ হয়েছেন অসংখ্য ভক্ত-অনুরাগী।

পোস্টে ভাগনির প্রতি ভালোবাসা জানিয়ে শাবনূর লিখেছেন, “‍‍শুভ জন্মদিন, আমার আদরের রাজকন্যা!
তোমার জন্মদিনে আমার একটাই কামনা — যেন পৃথিবীর সব সুখ, ভালোবাসা আর সাফল্য তোমার জীবনে আসে। সবসময় তোমায় ভালোবাসি। ❤️”

অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্সে ভক্তরাও শুভেচ্ছা জানাতে ভিড় করেছেন। কেউ লিখেছেন, “শুভ জন্মদিন। আল্লাহ আপনার রাজকন্যাকে নেক হায়াত দান করুন।” আবার কেউ কেউ বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেছেন, “আপনার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর!”

চলচ্চিত্র থেকে দূরে থাকলেও শাবনূরের জনপ্রিয়তা আজও অটুট। তার প্রতিটি সামাজিকমাধ্যম পোস্ট যেন নস্টালজিয়ার এক ঝলক এনে দেয়—সেই সোনালি সময়ের, যখন পুরো দেশ তার সিনেমার অপেক্ষায় থাকত।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন