কলিন ডনেল ও প্যাট্টি মুরিন ১০ বছরের গল্প শোনালেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১:৪১, ২৩ অক্টোবর ২০২৫

অভিনেতা কলিন ডনেল ও তার স্ত্রী প্যাট্টি মুরিন। ছবি: সংগৃহীত
অভিনেতা কলিন ডনেল ও তার স্ত্রী প্যাট্টি মুরিন অবশেষে জানালেন, কী কারণে তাদের ১০ বছরের বিবাহিত জীবন এতটা সফল হয়েছে।
এই মাসের শুরুতে লিংকন সেন্টার থিয়েটারের রিভাইবাল অব র্যাগটাইম মিউজিক্যাল এর উদ্বোধনী অনুষ্ঠানে পিপল ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে দম্পতি তাদের দাম্পত্য জীবন নিয়ে কথা বলেন। সেখানে তারা সম্পর্কের ক্ষেত্রে “শোনা, ধৈর্য ও গ্রহণযোগ্যতা” — এই তিন গুণের গুরুত্বের ওপর জোর দেন।
মুরিন, যিনি স্বামী ডনেলের সঙ্গে দুই কন্যার মা। তিনি বলেন, এই তিনটি গুণ তাদের বিবাহিত জীবনের সাফল্যের মূল চাবিকাঠি।
তিনি বলেন, “আমরা এখনো সত্যি সত্যি একে অপরকে খুব পছন্দ করি। আমরা একসঙ্গে সময় কাটাতে ভালোবাসি, সন্তানদের সঙ্গে থাকতে ভালোবাসি। তাই জীবনে যে কোনো বাধা সামলে উঠতে ভালোবাসাটাই সব কিছুর ওপরে জয়ী হয়।”
একই বিনোদন জগতে কাজ করার কারণে একে অপরের পেশা ও মানসিক চাপও তারা ভালোভাবে বোঝেন।
মুরিন বলেন, “অবশ্যই, আমি এক অভিনেতাকেই বিয়ে করেছি আর সেও একজন অভিনেত্রীকে বিয়ে করেছে। কিন্তু এতে একটা বড় সুবিধা আছে—আমরা একে অপরের কাজের জগৎটা গভীরভাবে বুঝি, যা অন্য কোনো পেশার মানুষের ক্ষেত্রে একই রকম নাও হতে পারে।”
উল্লেখ্য, কলিন ডনেল ও প্যাট্টি মুরিন ২০১৫ সালের ১৯ জুন নিউইয়র্ক সিটির হাউজিং ওয়ার্কস বুকস্টোরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই কন্যা—সিসিলি (৫ বছর) ও লরেলাই (২ বছর)।