শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার ‘নিখোঁজ’ খতিব মহিবুল্লাহ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৫, ২৪ অক্টোবর ২০২৫

গাজীপুরের টঙ্গীর বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মো. মহিবুল্লাহ মিয়াজীকে (৬০) ‘নিখোঁজ’ হওয়ার একদিন পর পঞ্চগড়ের হেলিপ্যাড বাজার এলাকা থেকে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিবুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে আমরা খবর পাই, হেলিপ্যাড এলাকায় শিকলে বাঁধা একজন বয়স্ক মানুষ পড়ে আছেন। পরে তার পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।”
পরিবারের পক্ষ থেকে টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
পুলিশ জানায়, প্রায় পাঁচ মাস আগে জুমার বয়ানে ইসকনবিরোধী মন্তব্য করেছিলেন মহিবুল্লাহ মিয়াজী। এরপর থেকে ইসকনের নাম ব্যবহার করে একের পর এক হুমকিপূর্ণ চিঠি পেতেন তিনি। এরই এক পর্যায়ে বুধবার নিখোঁজ হন তিনি।
হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মহিবুল্লাহ বলেন, “বুধবার ফজরের নামাজের পর হাঁটতে বের হলে একটি অ্যাম্বুল্যান্সে করে পাঁচজন লোক আমার মুখে কাপড় চেপে তুলে নেয়। এরপর আমাকে নানা ভাবে নির্যাতন করে।”
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, “তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আগে বড় একটি অস্ত্রোপচার হয়েছিল, তিনি ডায়াবেটিস রোগীও। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”
পুলিশ বলছে, ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।