মিঠুন হত্যার প্রধান আসামি নিক্সন গ্রেপ্তার
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৪:০০, ২৩ অক্টোবর ২০২৫

নাটোরের সিংড়ায় আলোচিত মিঠুন হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল ইসলাম ওরফে নিক্সনকে গ্রেফতার করেছে র্যাব। মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তাকে রাজধানীর আশুলিয়া এলাকা থেকে আটক করা হয়।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৪, সাভার ক্যাম্পের যৌথ অভিযানে বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়া থানার খেজুরবাগ এলাকায় অভিযান চালিয়ে নিক্সনকে (২৭) গ্রেফতার করা হয়। তিনি সিংড়া পৌর শহরের পেট্রোবাংলা মহল্লার নাসিরুল ইসলামের ছেলে।
গত ২০ অক্টোবর দুপুরে পারিবারিক দ্বন্দ্বের জেরে সিংড়া পৌরসভার আনোয়ারা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন হন মিঠুন সাহা (৩০)। নিহত মিঠুন সাহা উপজেলার আদিমপুর গ্রামের মৃত গোলাপ সাহার ছেলে। বিয়াস মাবিয়া মোড়ে চা ও মনোহারি দোকান চালাতেন মিঠুন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরই নিক্সন পালিয়ে যায়। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরদিন নিহতের পরিবারের পক্ষ থেকে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
র্যাবের অভিযানের নেতৃত্বে ছিলেন নাটোর ক্যাম্পের কর্মকর্তা। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিক্সনের অবস্থান শনাক্ত করে ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনার পর থেকেই আসামিকে ধরতে র্যাব ও পুলিশ একযোগে অভিযান চালাচ্ছিল। অবশেষে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।’