জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ‘ককটেল’ বিস্ফোরণ, নিহত তরুণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৬, ২৩ অক্টোবর ২০২৫

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ‘ককটেল’ বিস্ফোরণে মোহাম্মদ জাহিদ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ ওই ক্যাম্পেরই বাসিন্দা ছিলেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ ট্রমা সেন্টারে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানাকে জানানো হয়েছে।”
নিহতের ভগ্নিপতি রবিন হোসেন উজ্জ্বল জানান, “জাহিদ কল্যাণপুর মিজান টাওয়ারে আমার দোকানে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতো। আজ ভোরে ফজরের আজানের আগে জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। তখন জাহিদ বাসা থেকে বের হয়ে সামনে গেলে ককটেল এসে তার মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হয়।”
তিনি আরও বলেন, “আমরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।”
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ক্যাম্প এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের কারণ ও দায়ী ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।