বরফ কলের অ্যামোনিয়া গ্যাসে অসুস্থ ২০ শ্রমিক
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৬:৩৫, ২৩ অক্টোবর ২০২৫

পটুয়াখালীর মৎস্যবন্দর মহিপুরে গাজী আইস প্ল্যান্টে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে অন্তত ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
অসুস্থদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ঘটনাস্থলেই।
রাত সাড়ে ১১টার দিকে বরফ কলের একটি কর্নেসার পাইপ হঠাৎ লিক হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই আশপাশে তীব্র গ্যাসের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে বরফ কলের ভেতরে ও আশপাশে থাকা জেলেসহ শ্রমিকদের শ্বাসকষ্ট শুরু হয়। স্থানীয়রা আতঙ্কে বাইরে ছুটে আসেন।
পরে খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তারা গুরুতর অসুস্থ পাঁচজনকে দ্রুত হাসপাতালে পাঠান।
কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন,“অ্যামোনিয়া গ্যাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি ছড়িয়ে পড়লে শ্বাসকষ্ট, চোখ ও ত্বকে জ্বালাপোড়া, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।”
তিনি আরও জানান, “এ ধরনের ঘটনা এর আগেও মহিপুর ও আলীপুরের কয়েকটি বরফ কলে ঘটেছে। আমরা মালিকদের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সতর্ক করেছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক বছরে মহিপুর ও আলীপুর এলাকায় অন্তত তিনবার একই ধরনের গ্যাস লিকের ঘটনা ঘটেছে। তবে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনা রোধ করা সম্ভব হচ্ছে না।
পরিবেশ ও শ্রম অধিকারকর্মীরা বলছেন, মাছ প্রক্রিয়াকরণে ব্যবহৃত এসব বরফ কলে যথাযথ রক্ষণাবেক্ষণ না থাকায় অ্যামোনিয়া লিকের ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে।