শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

| ৮ কার্তিক ১৪৩২

নিরাপত্তা-নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা

আইজিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:০৭, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:০৯, ২৩ অক্টোবর ২০২৫

আইজিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় রাজধানীর মালিবাগে পুলিশ সদর দপ্তরে আইজিপির কার্যালয়ে। 

এ সময় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিক এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের পেশাদার ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রদূত জ্যাকবসন।

বৈঠকে বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রম, মার্কিন বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কেও আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানতে চান।

আইজিপি বাহারুল আলম বলেন, ‘বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনৈতিক সংস্থা, দূতাবাস এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আসন্ন জাতীয় নির্বাচনের জন্যও পুলিশ নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।’

সাক্ষাৎ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন