সিইসির সঙ্গে জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটেজের সাক্ষাৎ
সব দলের অংশগ্রহণে বিশ্বাসযোগ্য নির্বাচন চায় জার্মানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:০৪, ২৩ অক্টোবর ২০২৫

জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটেজ। ছবি: সংগৃহীত
জার্মানি বাংলাদেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন চায় বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ।
এই রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রকে আরও সুসংহত করতে একটি বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অত্যন্ত জরুরি। এমন একটি নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণ অপরিহার্য।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় রাষ্ট্রদূত রুডিগার লোটজ বলেন, “আগামী বছরের জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। এই নির্বাচনে প্রায় ১২ কোটি ৭০ লাখেরও বেশি ভোটার অংশ নেবেন— যা বিশ্বের অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন হতে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “একটি বিশ্বাসযোগ্য নির্বাচন শুধু বাংলাদেশের জনগণেরই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়েরও প্রত্যাশা। আমরা আশা করি, এই নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে।”
জার্মান রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ যদি সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজন করতে পারে, তবে দেশটি আবারও এশিয়া ও বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর সারিতে নিজেদের অবস্থান দৃঢ়ভাবে জানাতে পারবে।”