উপদেষ্টা পরিষদের বৈঠকের ব্রিফিংয়ে আসিফ নজরুল
‘উপদেষ্টাদের কাজে বিএনপি-জামায়াত মনে হয় বেশি খুশি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৫২, ২৩ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কাজে এনসিপির চেয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী বেশি খুশি বলে মনে করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেছেন, ‘আমাদের উপদেষ্টা পরিষদে যারা আসছেন, এখানে প্রধান ৩টি স্টেকহোল্ডার আছে— বিএনপি, জামায়াত এবং এনসিপি। উপদেষ্টাদের সবার বিষয়ে ওনাদের প্রত্যেকের সম্মতি ছিল, এইটুকু আমি জানি। আমি যখন ওনাদের সঙ্গে কথা বলি, তখন মনে হয়- আমাদের কার্যক্রমে ওনারা খুবই খুশি আছেন, অন্তত বিএনপি আর জামায়াতকে মনে হয়।’
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের ব্রিফিংয়ে উপদেষ্টাদের পক্ষপাতিত্ব নিয়ে অভিযোগের প্রশ্নে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় আসিফ নজরুল বলেন, ‘পক্ষপাতিত্ব করার বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে কোনও আলোচনা হয়নি। আমরা এসব আলোচনা সিরিয়াসলি নেই না। আমাদের সঙ্গে আলোচনায় আসা তিন রাজনৈতিক দলের এমন আন্তরিক সম্পর্ক, আপনারা যদি দেখতেন, অবাক হয়ে যেতেন। আমরা মনে করি না, হয়তো রাজনৈতিক কৌশলের অংশ বা সত্যিকার উদ্বেগ আছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এগুলো নিয়ে নিজেরা নিজেরা কথা বলি. আর ভাবি যে, আসলে ওনারা কী বলতে চান। খুশি থাকা সত্ত্বেও মাঝে মাঝে এ ধরনের দাবি করেন। আমরা এগুলো নিয়ে বিচলিত না। আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো– এরকম একটা অবস্থায় আছি।’