ভবানীপুরের মল্লিকবাড়িতে আনন্দে মাতোয়ারা তারকা পরিবার
বিনোাদন ডেস্ক
প্রকাশ: ০০:০০, ২৪ অক্টোবর ২০২৫
ভাইফোঁটার উৎসবে আবারও জমে উঠল কলকাতার ভবানীপুরের মল্লিকবাড়ি। দুর্গাপূজার আবহ না কাটতেই ঘরোয়া আনন্দে মাতলেন ‘টলি কুইন’ কোয়েল মল্লিক ও তার পরিবার। মল্লিকবাড়ির ভাইফোঁটা বরাবরই সাবেকি রীতিতেই পালন করা হয়, আর সেই ঐতিহ্যই ফুটে উঠল এ বছরের আয়োজনে।
এদিন দালানে একসঙ্গে বসে ফোঁটা নিলেন পরিবারের বড় থেকে ছোট সবাই। কোয়েল মল্লিক তার সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবিগুলো শেয়ার করেছেন, সেখানে ধরা পড়েছে তাদের কয়েক প্রজন্মের মিলনমেলা। এক ফ্রেমে দেখা গেছে অভিনেতা রঞ্জিত মল্লিককে তার বড়দিদির সঙ্গে, অন্য ফ্রেমে কোয়েলের কোলে বসে একরত্তি কাব্য দাদা কবীরের কপালে দিচ্ছে ফোঁটা— মল্লিক পরিবারের নতুন প্রজন্মের এই মুহূর্তেই যেন আনন্দে ভরে উঠেছে ভক্তদের মন।
দুই সন্তানকে নিয়ে উৎসব পালন করতে পেরে দারুণ খুশি কোয়েল। ছবিতেই ধরা পড়েছে মায়ের চোখে তৃপ্তির ঝিলিক। মনে করিয়ে দেওয়া যায়, এই বছরই দুর্গাপূজায় প্রথমবার প্রকাশ্যে দেখা গেছে কোয়েল-কন্যা কাব্যকে। সপ্তমীর দিন কাব্যকে কোলে নিয়ে মায়ের সঙ্গে ঠাকুর দালানে হাজির হন অভিনেত্রী। তখনই বোঝা গিয়েছিল, পরিবারের সঙ্গে উৎসবের মুহূর্তগুলোই কোয়েলের কাছে সবচেয়ে প্রিয়।
সম্প্রতি ‘আজকাল’-এর সঙ্গে আলাপে কোয়েল বলেছিলেন,“কাব্যের তো প্রথম পুজা, নিজে বুঝতে না পারলেও আমি বুঝেছি ও খুব খুশি হয়েছে। ওকে সাজানো, ঠাকুর দালানে নিয়ে যাওয়া— সব কিছুতেই দারুণ আনন্দ পেয়েছি।”
অভিনয়ের ক্ষেত্রেও এখন বেশ ব্যস্ত কোয়েল। সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘স্বার্থপর’, যা পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু। ছবিতে মধ্যবিত্ত পরিবারের মেয়ে ‘অপর্ণা’-র ভূমিকায় দেখা গেছে তাকে— এক নারীর আত্মসম্মান, সম্পর্ক ও পরিবারের প্রতি দায়বদ্ধতার গল্প। ছবিতে কোয়েলের দাদার চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন, আর রঞ্জিত মল্লিকও রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। বাবা-মেয়ের এই যুগলবন্দি দর্শকের মন জয় করছে ইতিমধ্যেই।
