আজ মক্কা-মদিনায় জুমা পড়াবেন যারা
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ০৬:২৩, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৩২, ২৪ অক্টোবর ২০২৫
আজ শুক্রবার। বিশ্বের মুসলমানদের কাছে দিনটি বিশেষ। আজ সবাই সমবেত হয়ে জুমার নামাজ আদায় করবেন। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার নামাজে ইমামতি করবেন প্রখ্যাত দুই ইসলামি ব্যক্তিত্ব।
মক্কার মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন শায়েখ আবদুর রাহমান আল-সুদাইস। দীর্ঘদিন ধরে তিনি হারামাইনের প্রেসিডেন্সির দায়িত্বে নিয়োজিত আছেন এবং প্রায়ই জুমার নামাজে ইমামতি করেন। শায়েখ সুদাইস তার গভীর ইসলামি জ্ঞান ও প্রাঞ্জল ভাষায় খুতবা দিয়ে মুসলমানদের নৈতিক ও আত্মিক জীবন সমৃদ্ধ করতে সচেষ্ট থাকেন। তার খুতবায় মুসলিম সমাজে ধর্মীয় দায়িত্ব, সামাজিক দায়িত্ব এবং পারস্পরিক সৌহার্দ্যের গুরুত্ব বিশেষভাবে প্রাধান্য পায়।
অপরদিকে মদিনার মসজিদে নববীতে জুমার নামাজ পড়াবেন শায়েখ হুসাইন আলে শায়েখ। তিনি দীর্ঘ সময় ধরে মসজিদে নববীতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি খুতবায় ইসলামি শিক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধের ওপর জোর দেন।
মক্কা ও মদিনার এই দুই বিশিষ্ট ইমামের খুতবার গুরুত্ব মুসলিম সম্প্রদায়ের কাছে অপরিসীম। আজ মুসলিমরা খুতবার শিক্ষাকে নিজেদের জীবনে প্রয়োগ করতে মনোযোগী থাকবেন।
সূত্র : ইনসাইড দ্য হারামাইন
