শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

| ৯ কার্তিক ১৪৩২

মিরপুরের মাটি বদলের চিন্তায় বিসিবি, সৌম্যর ফর্মে খুশি বুলবুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬:০১, ২৪ অক্টোবর ২০২৫

মিরপুরের মাটি বদলের চিন্তায় বিসিবি, সৌম্যর ফর্মে খুশি বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাটির মান পরিবর্তনের চিন্তায় রয়েছে। বোর্ডের গ্রাউন্ডস কমিটির সঙ্গে যুক্ত বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, দীর্ঘমেয়াদে ভেন্যুগুলোর মাটি ও উইকেটের মান উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আমিনুল ইসলাম বলেন, ‘প্রথম দুটো ম্যাচে উইকেটটা অনেক ধীরগতির ছিল। মিরপুরের মাটিটাই একটু স্লো টাইপের মনে হচ্ছে। আমরা দেশের সব ভেন্যু নিয়ে শর্ট, মিড ও লং টার্ম প্ল্যান করছি। ভবিষ্যতে হয়তো পরীক্ষামূলকভাবে ভিন্ন মাটিতেও পিচ তৈরি করে দেখা হবে।’

তার এই বক্তব্য থেকে স্পষ্ট—মিরপুরের ঐতিহ্যবাহী কালো মাটি বদলে অন্য ধরনের মাটির ব্যবহার নিয়ে ভাবছে বিসিবি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, টেস্ট, ওয়ানডে ও টি-২০ ফরম্যাট অনুযায়ী প্রতিটি ভেন্যুর আলাদা বৈশিষ্ট্য তৈরি করাই এখন বোর্ডের লক্ষ্য।

সৌম্য সরকারের ফর্মে সন্তুষ্টি

সৌম্য সরকারের সাম্প্রতিক পারফরম্যান্সে খুশি বুলবুল বলেন, ‘সৌম্য সবসময় ট্যালেন্টেড ক্রিকেটার। টিম ম্যানেজমেন্ট তাকে কন্টিনিউ করিয়েছে, এজন্য তাদের ধন্যবাদ দিতে হয়। এক ম্যাচ খারাপ খেললে আমরা সাধারণত বাদ দেই, কিন্তু এই ধারাবাহিকতাই ওর আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘৯১ রানে আউট হওয়াটা দুঃখজনক, কারণ ওর ক্যালিবারে এটা ১৫০ হতে পারত। কিন্তু সৌম্য দারুণভাবে শুরু করেছে।’

নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সময় দিতে আহ্বান জানিয়ে বুলবুল বলেন, ‘মিরাজ ক্যাপ্টেনস ম্যাটেরিয়াল। সময় দিতে হবে। জয়-পরাজয় খেলায় থাকবেই, তবে তার মধ্যে নেতৃত্বের পরিপক্বতা আছে।’

তিনি আরও জানান, টেস্ট অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে কোচিং স্টাফ, সিলেক্টর ও ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান একসঙ্গে সিদ্ধান্ত নেবেন।

তিন ফরম্যাটে আলাদা অধিনায়কত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘এটার কোনো বাধ্যতামূলক নিয়ম নেই, তবে তিন অধিনায়ক রাখলে সুবিধা বেশি।’

আমিনুল ইসলাম বুলবুল তিন ফরম্যাটে আলাদা ব্যাটিং কোচের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। তার মতে, ‘একজন কোচ দিয়ে সব ফরম্যাটের ব্যাটিং স্টাইল কাভার করা কঠিন। আমরা সেই দিকেই চিন্তা করছি।’

এছাড়া, আন্তর্জাতিক মানে মানসিক দৃঢ়তা ধরে রাখতে একজন মনোবিদ নিয়োগের কথাও তিনি বলেন। তার বক্তব্য, ‘মনোবিদ ছাড়া এত বড় মঞ্চে পারফর্ম করা কঠিন। আমরা এমন মনোবিদ আনতে চাই, যিনি দেশীয় মনোবিদদেরও তৈরি করতে সাহায্য করবেন।’

বিপিএল প্রস্তুতি নিয়ে আপডেট

আগামী বিপিএল নিয়েও আপডেট দিয়েছেন বুলবুল। তিনি বলেন, ‘আমরা ২৮ তারিখের জন্য অপেক্ষা করছি। আমাদের মেম্বার সেক্রেটারি মিঠু ভাই ও পুরো টিম দিনরাত কাজ করছে।’

বাংলাদেশের ক্রিকেটে আগামী দিনের দিকনির্দেশনা তুলে ধরে তিনি বলেন, মিরপুরসহ দেশের সব স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করাই এখন বিসিবির মূল লক্ষ্য।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
কোস্ট গার্ডের অভিযান,নারী ও শিশুসহ ৪৪ জন অপহৃত উদ্ধার
‘আন্তর্জাতিক’ মর্যাদা হারাল কক্সবাজার বিমানবন্দর
১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে খুন করেন ডন!
পশ্চিম তীর দখলে বিল পাস, ইসরায়েলের নিন্দা বাংলাদেশের
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করল ট্রাম্প
পদত্যাগের গুঞ্জনে এনসিপির বক্তব্য "নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন“
ইসরায়েলের খননকাজে ঝুঁকিতে আল-আকসা মসজিদ
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত
ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি
ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত ২০