বিগ ব্যাশ ১৫-এ খেলতে ৭ পাকিস্তানি ক্রিকেটারকে ছাড়পত্র দিল পিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬:৪০, ২৪ অক্টোবর ২০২৫
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের খেলোয়াড়দের অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) সিজন ১৫-এ অংশ নেওয়ার অনুমতি দিয়েছে। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর ২০২৫ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এর আগে বোর্ড বিদেশি লিগে খেলোয়াড়দের অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
পাকিস্তানি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, সাত তারকা খেলোয়াড়কে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) প্রদান করা হয়েছে। তালিকায় থাকা খেলোয়াড়রা হলো- বাবর আজম, শাহীন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ, শাদাব খান, হাসান আলি ও হাসান খান।
পিসিবি জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়া ও সংশ্লিষ্ট খেলোয়াড়দেরও এই সিদ্ধান্তের ব্যাপারে জানানো হয়েছে।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে পিসিবি সব আন্তর্জাতিক লিগে এনওসি স্থগিত করেছিল এবং নীতি পর্যালোচনা করার ঘোষণা দেয়। তবে পর্যালোচনার পরে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে, যারা ইতিমধ্যেই কন্ট্রাক্ট ও অনুমোদন পেয়েছেন, তারা বিবিএল ১৫-এ অংশ নিতে পারবেন।
এই সিদ্ধান্তে পাকিস্তানি ক্রিকেটারদের আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় তাদের খেলা ও অভিজ্ঞতার সুযোগ বাড়ছে।
