শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

| ৯ কার্তিক ১৪৩২

ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ চট্টগ্রামে

সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৮:৫৮, ২৪ অক্টোবর ২০২৫

সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি

চট্টগ্রামে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে আয়োজিত এ বিক্ষোভে সংগঠনের নেতারা ইসকনকে “উগ্র সংগঠন” হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে নিষিদ্ধ করার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আলী উসমান। বক্তারা অভিযোগ করেন, ‘ইসকন শুধু ধর্মীয় সেন্টার নয়, এটি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, ধর্ষণ ও গুমের ঘটনায় জড়িত একটি সংগঠন।’

এসময় বক্তারা আরও বলেন, ‘যেভাবে অপরাধে জড়িত থাকার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হয়েছে— তেমনি ইসকনকেও আইনের মুখোমুখি করতে হবে। দেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে এই সংগঠন নিষিদ্ধ করা ছাড়া বিকল্প নেই।’

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইযহার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দীন মুনীর। সমাবেশ সঞ্চালনা করেন মহানগর প্রচার সম্পাদক মাওলানা ইকবাল খলিল।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, কেন্দ্রীয় সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাওলানা জাকারিয়া মাদানী, মহানগর নেতা মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আব্দুল হালিম, মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, মাওলানা আশরাফ বিন ইয়াকুব, মাওলানা আনাস বিন আব্বাস প্রমুখ।

বিক্ষোভে মহানগর ও বিভিন্ন এলাকার কয়েক শতাধিক নেতা-কর্মী অংশ নেন। বিক্ষোভে উপস্থিত ছিলেন মহানগর নেতা মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, কলিম হোসাইন, শোয়াইব উল্লাহ, জাহিদুল ইসলামসহ অনেকে।

এসময় নেতারা বলেন, ‘দেশে শান্তি ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হলে সরকারকে দ্রুত ইসকন নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’

সম্প্রতি কয়েকটি এলাকায় ইসকনকে ঘিরে সহিংসতার অভিযোগ উত্থাপনের পর ধর্মীয় সংগঠনগুলোর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। হেফাজতের দাবি, ইসকনের কর্মকাণ্ডে মুসলিম সমাজে ক্ষোভ তৈরি হচ্ছে এবং প্রশাসনকে তা দ্রুত সমাধান করতে হবে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
কোস্ট গার্ডের অভিযান,নারী ও শিশুসহ ৪৪ জন অপহৃত উদ্ধার
‘আন্তর্জাতিক’ মর্যাদা হারাল কক্সবাজার বিমানবন্দর
১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে খুন করেন ডন!
পশ্চিম তীর দখলে বিল পাস, ইসরায়েলের নিন্দা বাংলাদেশের
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করল ট্রাম্প
পদত্যাগের গুঞ্জনে এনসিপির বক্তব্য "নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন“
ইসরায়েলের খননকাজে ঝুঁকিতে আল-আকসা মসজিদ
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত
ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি
ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত ২০