বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৮:০৭, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:০৯, ২৪ অক্টোবর ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমনিরহাট জেলার মুখপাত্র রাশেদুল ইসলাম রাশেদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। তারা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে কালীগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির জনসভায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুলের হাতে ফুল তুলে তারা দলীয় সংযুক্তি সম্পন্ন করেন। এ জনসভার আয়োজন করা হয়েছিল রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে।
জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও শতাধিক আওয়ামী লীগ সমর্থকও বিএনপিতে যোগ দেন।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র রায় সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামছুজ্জামান সবুজ, আদিতমারী উপজেলা যুবদলের আহ্বায়ক এইচএম ইদ্রীস আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহারিয়ার আলম রনি, কৃষকদলের আহ্বায়ক শরিফুল ইসলাম মিঠু, ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মতিনুর রহমান মতিন।
বক্তারা নতুন যোগদানকারীদের স্বাগত জানান এবং দলীয় সংহতি ও স্থানীয় পর্যায়ে জনমত শক্তিশালী করার ওপর জোর দেন।
