শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

| ৯ কার্তিক ১৪৩২

লাকসামে মার্কেটের আগুনে দুই দোকান ভস্মীভূত

অল্পের জন্য রক্ষা পুরো ভবন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৯:১৭, ২৪ অক্টোবর ২০২৫

অল্পের জন্য রক্ষা পুরো ভবন

কুমিল্লার লাকসাম পৌরশহরের দৌলতগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে মজুমদার ম্যানশনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, মার্কেটের দ্বিতীয় তলার একটি কাপড়ের দোকান থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি টের পেয়ে মার্কেটের পাহারাদার মালিকপক্ষকে জানান। পরে খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মার্কেটের নিচতলায় ওয়ান ব্যাংক, দ্বিতীয় তলায় রূপালী ব্যাংক, দুটি জুয়েলারি দোকান, একটি কসমেটিকস ও অন্তত ১০টি কাপড়ের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। পাশেই রয়েছে ছয়তলা বিশিষ্ট মোকছেদ আলী টাওয়ার।

শুক্রবার ছুটির দিন হওয়ায় দোকানগুলো বন্ধ ছিল। ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুনে পুড়ে যাওয়া দোকানদাররা ক্ষতির পরিমাণে হতাশ হয়ে পড়েছেন।

লাকসাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কবির আহমেদ বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। বড় ধরনের ক্ষতি থেকে মার্কেটটি রক্ষা পেয়েছে।’

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে জানান দমকল বাহিনীর কর্মকর্তা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
কোস্ট গার্ডের অভিযান,নারী ও শিশুসহ ৪৪ জন অপহৃত উদ্ধার
‘আন্তর্জাতিক’ মর্যাদা হারাল কক্সবাজার বিমানবন্দর
১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে খুন করেন ডন!
পশ্চিম তীর দখলে বিল পাস, ইসরায়েলের নিন্দা বাংলাদেশের
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করল ট্রাম্প
পদত্যাগের গুঞ্জনে এনসিপির বক্তব্য "নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন“
ইসরায়েলের খননকাজে ঝুঁকিতে আল-আকসা মসজিদ
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত
ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি
ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত ২০