শিবচরে পুকুরে ডুবে ১৪ বছরের স্কুলছাত্রের মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬:৪৪, ২৪ অক্টোবর ২০২৫
মাদারীপুরের শিবচরে পুকুরে ডুবে জাহিদ হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
ঘটনা ঘটেছে শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে শিবচর পৌরসভার গুয়াতলা এলাকায়। নিহত জাহিদ হোসেন শিবচরের গুয়াতলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে জাহিদ বন্ধুদের সঙ্গে সরকারি বরহামগঞ্জ কলেজ সংলগ্ন পুকুরে গোসলে নামে। সে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
