রূপগঞ্জে উচ্ছেদ অভিযানে দখলমুক্ত ঢাকা–সিলেট মহাসড়ক
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯:০৬, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:৪৬, ২৪ অক্টোবর ২০২৫
রূপগঞ্জে উচ্ছেদ অভিযান। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কের উভয় পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম, ফরিদ আল সোহান এবং রূপগঞ্জ থানার ওসি তারিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ইউএনও সাইফুল ইসলাম বলেন, ‘ভুলতা ও গোলাকান্দাইল এলাকা দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। এ মহাসড়কের দুই পাশে দোকানপাট বসিয়ে ফুটপাত দখল করে ব্যবসা চালানোর কারণে ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছিল। এতে যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। প্রশাসন কয়েকবার উচ্ছেদ করলেও কিছুদিন পর আবারও দখল হয়। এবার আর তা করতে দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘ঢাকা–সিলেট মহাসড়ক একটি জাতীয় গুরুত্বের ব্যস্ততম সড়ক। শিল্পাঞ্চল হিসেবে এখানে বড় বড় মার্কেট, কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। জনস্বার্থে এ সড়কটি দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি জোরদার করা হবে।’
অভিযান চলাকালে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা বিভিন্ন দোকান, ঝুপড়ি, কাঠামো ও অস্থায়ী স্থাপনা বুলডোজার ও ভেকু দিয়ে অপসারণ করা হয়। উচ্ছেদ শেষে পুরো সড়ক দখলমুক্ত হওয়ায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে কেউ আবারও মহাসড়ক দখল করে দোকান বসালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ৩১ জুলাই একই এলাকায় অভিযান চালানো হয়েছিল, তবে কয়েক ঘণ্টার মধ্যেই ফুটপাত পুনরায় দখল হয়ে যায়। এবারের উচ্ছেদ অভিযান শেষে প্রশাসন জানিয়েছে, এবার থেকে দখল পুনঃস্থাপন কোনোভাবেই সহ্য করা হবে না।
