কোস্ট গার্ডের অভিযান,নারী ও শিশুসহ ৪৪ জন অপহৃত উদ্ধার
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৫:০৫, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:০৭, ২৪ অক্টোবর ২০২৫
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহরণ, মুক্তিপণ আদায় ও পাচারের উদ্দেশ্যে আটক রাখা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়ার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অপহরণকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে পাহাড়ের গহীন এলাকা থেকে নারী, শিশু ও পুরুষ মিলিয়ে মোট ৪৪ জনকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাদের মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে আটক করে রাখা হয়েছিল।
কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং পাচারচক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা শেষে স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এ অভিযানের বিষয়ে বিস্তারিত জানাতে আজ শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে ব্রিফিং অনুষ্ঠিত হবে।
