মালয়েশিয়ায় যাচ্ছেনা মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠক হচ্ছে না
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬:২৫, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:৩৪, ২৪ অক্টোবর ২০২৫
আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার শারীরিকভাবে উপস্থিত থাকছেন না। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক মাধ্যম এক্স (X)-এ জানান, দীপাবলি উৎসবের কারণে মোদি ভার্চুয়ালি অংশ নেবেন।
এর ফলে মালয়েশিয়ায় নির্ধারিত ট্রাম্প-মোদি মুখোমুখি সাক্ষাৎ স্থগিত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধে ভারতের ওপর চাপ বাড়িয়েছেন। পাশাপাশি ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনাও এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
ভারতের কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেছেন, মোদি ইচ্ছাকৃতভাবেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গেছেন। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পের মুখোমুখি হতে চাননি। ট্রাম্প ৫৩ বার বলেছেন তিনি ‘অপারেশন সিঁদুর’ থামিয়েছেন। তাই মোদি সম্ভবত বলিউডের গান মনে করেছেন— ‘বাঁচকে রহনা রে বাবা, বাঁচকে রহনা।’
অন্যদিকে, ট্রাম্প মালয়েশিয়ায় বৈঠক শেষে দক্ষিণ কোরিয়ায় যাবেন, যেখানে তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
