শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

| ৯ কার্তিক ১৪৩২

ইসরায়েল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে-

ট্রাম্পের কড়া বার্তা নেতানিয়াহুকে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪:৫৬, ২৪ অক্টোবর ২০২৫

ট্রাম্পের কড়া বার্তা নেতানিয়াহুকে

ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান ও নীতির প্রতি কঠোর অসন্তোষ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কড়া বার্তা দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

মার্কিন সংবাদমাধ্যম `পলিটিকো’ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমে অনুষ্ঠিত বৈঠকে ভ্যান্স ইসরায়েলের `অতিরিক্ত আগ্রাসী আচরণ’ এবং `নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া’ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনের হতাশা স্পষ্টভাবে তুলে ধরেন।

সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, গত রবিবার (১৯ অক্টোবর) ইসরায়েলি হামলায় ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, `ইসরায়েল এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।‘

একজন হোয়াইট হাউস কর্মকর্তা ‘পলিটিকো’কে বলেন, `যা প্রকাশ্যে বলা হচ্ছে, সেটিই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকৃত অবস্থানকে প্রতিফলিত করে।‘

এর আগে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা পশ্চিম তীর সংযুক্তিকরণ সংক্রান্ত ইসরায়েলি পার্লামেন্টে নতুন বিলেরও সমালোচনা করেছেন। বিশ্লেষকরা বলছেন, এটি ওয়াশিংটনের দীর্ঘদিনের ইসরায়েলপন্থি নীতির সঙ্গে এক ধরনের অস্বাভাবিক দূরত্ব তৈরি করছে।

এদিকে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ফিলিস্তিনিদের কাছে ‘নেলসন মেন্ডেলা’ খ্যাত মারওয়ান বারঘুতির মুক্তির বিষয়ে ইসরায়েল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন তিনি। পরবর্তী ইসরায়েল সফরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান ট্রাম্প।

তিনি আরও বলেন, ‘এই যুদ্ধ বছরের পর বছর চলতে পারত। কিন্তু আমি নেতানিয়াহুকে থামালাম, এবং তখনই সবাই একত্রিত হলো। হামাস নয়, বরং নেতানিয়াহুই ছিল শান্তির সবচেয়ে বড় বাধা।’
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

কোস্ট গার্ডের অভিযান,নারী ও শিশুসহ ৪৪ জন অপহৃত উদ্ধার
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত
১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে খুন করে ডন!
পশ্চিম তীর দখলে বিল পাস, ইসরায়েলকে বাংলাদেশের কঠোর নিন্দা
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করল ট্রাম্প
পদত্যাগের গুঞ্জনে এনসিপির বক্তব্য "নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন“
ইসরায়েলের খননকাজে ঝুঁকিতে আল-আকসা মসজিদ
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত
ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি
ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত ২০
তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর পরবর্তী শুনানি ২৮ অক্টোবর
ক্যামিলার চোখে মেগান রাজা চার্লসের শান্তির জন্য ‘বিপজ্জনক’
ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন, চুক্তি করতে চান শি জিনপিংয়ের সঙ্গে
রাজধানীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল কোনো কোনো দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে
দেওয়া হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকা এখন পর্যন্ত পেয়েছে ১ কোটি ৭০ লাখ শিশু
মালালার নতুন আত্মজীবনী প্রেম, জীবন ও নিজের পথের গল্প