দুতার্তের বিচার প্রক্রিয়া চলবে: আইসিসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৪৯, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৪৩, ২৪ অক্টোবর ২০২৫
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকরা ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের করা আপিল আপত্তি খারিজ করে দিয়েছেন। বৃহস্পতিবার আদালতের এক সিদ্ধান্তে জানানো হয়েছে, মামলাটি এখন আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়ার দিকে অগ্রসর হতে পারবে।
ফিলিপাইনে দুতার্তের নেতৃত্বাধীন তথাকথিত ‘মাদকবিরোধী যুদ্ধে’ হাজার হাজার মানুষ নিহত হয়। যাদের অনেকেই মাদক কারবারি হিসেবে অভিযুক্ত ছিলেন। বিচারবহির্ভূতভাবে এই হত্যাকান্ড সংঘটিত করার অভিযোগে এর আগে দুতার্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এ বছরের মার্চ তাকে গ্রেপ্তার করে নেদারল্যান্ডসের হেগ শহরে নিয়ে যাওয়া হয়।
দুতার্তে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন।
দুতার্তে ও তার আইনজীবীরা দাবি করেছেন, তার গ্রেপ্তার বেআইনি এবং আইসিসির এই মামলার ওপর কোনও এখতিয়ার নেই, কারণ দেশটি ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে আদালত থেকে সরে দাঁড়িয়েছিল। তাদের যুক্তি ছিল, পূর্ণাঙ্গ তদন্ত শুরুর আগেই ফিলিপাইন আইসিসির সদস্যপদ ত্যাগ করেছিল।
তবে আদালতের নিয়ম অনুযায়ী, কোনও দেশ সদস্যপদ ত্যাগ করলেও তার আগে যেসব বিষয় আদালতের ‘বিবেচনাধীন’ থাকে, সেগুলোর ওপর এখতিয়ার বজায় থাকে।
দুতার্তের পক্ষে যুক্তি ছিল, প্রসিকিউটরদের ‘প্রাথমিক পর্যালোচনা’ যথেষ্ট নয়—এটি তখনও কোনও আনুষ্ঠানিক তদন্ত ছিল না। কিন্তু বিচারকরা এই ব্যাখ্যা গ্রহণ করেননি। তারা বলেছেন, যদিও আনুষ্ঠানিক তদন্ত ২০২১ সালে শুরু হয়, তবু প্রাথমিক পর্যালোচনাই যথেষ্ট ছিল প্রমাণ করার জন্য যে এই বিষয়টি আদালতের অধীনে বিবেচনাধীন ছিল।
তবে বৃহস্পতিবারের রায় দুতার্তের আরেকটি আবেদন—যেখানে তিনি বয়সজনিত মানসিক দুর্বলতার কারণে বিচার অযোগ্য বলে দাবি করেছেন—তা নিয়ে নয়। আদালত ইতিমধ্যেই চিকিৎসা বিশেষজ্ঞদের একটি দল নিয়োগ করেছে, যারা চলতি মাসের শেষ নাগাদ দুতার্তের মানসিক ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রতিবেদন জমা দেবে।
দুতার্তের বিচার কার্যক্রমে তার স্বাস্থ্য কীভাবে প্রভাব ফেলবে, সে বিষয়ে আদালতের সিদ্ধান্ত নভেম্বরের মধ্যভাগে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
