শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

| ৯ কার্তিক ১৪৩২

দুতার্তের বিচার প্রক্রিয়া চলবে: আইসিসি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৪৯, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৪৩, ২৪ অক্টোবর ২০২৫

দুতার্তের বিচার প্রক্রিয়া চলবে: আইসিসি

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকরা ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের করা আপিল আপত্তি খারিজ করে দিয়েছেন। বৃহস্পতিবার আদালতের এক সিদ্ধান্তে জানানো হয়েছে, মামলাটি এখন আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়ার দিকে অগ্রসর হতে পারবে।

ফিলিপাইনে দুতার্তের নেতৃত্বাধীন তথাকথিত ‘মাদকবিরোধী যুদ্ধে’ হাজার হাজার মানুষ নিহত হয়। যাদের অনেকেই মাদক কারবারি হিসেবে অভিযুক্ত ছিলেন। বিচারবহির্ভূতভাবে এই হত্যাকান্ড সংঘটিত করার অভিযোগে এর আগে দুতার্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এ বছরের মার্চ তাকে গ্রেপ্তার করে নেদারল্যান্ডসের হেগ শহরে নিয়ে যাওয়া হয়।

দুতার্তে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন। 

দুতার্তে ও তার আইনজীবীরা দাবি করেছেন, তার গ্রেপ্তার বেআইনি এবং আইসিসির এই মামলার ওপর কোনও এখতিয়ার নেই, কারণ দেশটি ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে আদালত থেকে সরে দাঁড়িয়েছিল। তাদের যুক্তি ছিল, পূর্ণাঙ্গ তদন্ত শুরুর আগেই ফিলিপাইন আইসিসির সদস্যপদ ত্যাগ করেছিল।

তবে আদালতের নিয়ম অনুযায়ী, কোনও দেশ সদস্যপদ ত্যাগ করলেও তার আগে যেসব বিষয় আদালতের ‘বিবেচনাধীন’ থাকে, সেগুলোর ওপর এখতিয়ার বজায় থাকে।

দুতার্তের পক্ষে যুক্তি ছিল, প্রসিকিউটরদের ‘প্রাথমিক পর্যালোচনা’ যথেষ্ট নয়—এটি তখনও কোনও আনুষ্ঠানিক তদন্ত ছিল না। কিন্তু বিচারকরা এই ব্যাখ্যা গ্রহণ করেননি। তারা বলেছেন, যদিও আনুষ্ঠানিক তদন্ত ২০২১ সালে শুরু হয়, তবু প্রাথমিক পর্যালোচনাই যথেষ্ট ছিল প্রমাণ করার জন্য যে এই বিষয়টি আদালতের অধীনে বিবেচনাধীন ছিল।

তবে বৃহস্পতিবারের রায় দুতার্তের আরেকটি আবেদন—যেখানে তিনি বয়সজনিত মানসিক দুর্বলতার কারণে বিচার অযোগ্য বলে দাবি করেছেন—তা নিয়ে নয়। আদালত ইতিমধ্যেই চিকিৎসা বিশেষজ্ঞদের একটি দল নিয়োগ করেছে, যারা চলতি মাসের শেষ নাগাদ দুতার্তের মানসিক ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রতিবেদন জমা দেবে।

দুতার্তের বিচার কার্যক্রমে তার স্বাস্থ্য কীভাবে প্রভাব ফেলবে, সে বিষয়ে আদালতের সিদ্ধান্ত নভেম্বরের মধ্যভাগে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
কোস্ট গার্ডের অভিযান,নারী ও শিশুসহ ৪৪ জন অপহৃত উদ্ধার
‘আন্তর্জাতিক’ মর্যাদা হারাল কক্সবাজার বিমানবন্দর
১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে খুন করেন ডন!
পশ্চিম তীর দখলে বিল পাস, ইসরায়েলের নিন্দা বাংলাদেশের
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করল ট্রাম্প
পদত্যাগের গুঞ্জনে এনসিপির বক্তব্য "নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন“
ইসরায়েলের খননকাজে ঝুঁকিতে আল-আকসা মসজিদ
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত
ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি
ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত ২০