জুয়া কেলেঙ্কারি
এনবিএ কোচসহ ৩৪ জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযোগ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০:৩৮, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:১৬, ২৪ অক্টোবর ২০২৫
যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের এক তদন্তে ক্রীড়াঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এনবিএ ক্লাব পোর্টল্যান্ড ট্রেইল ব্লেজার্সের প্রধান কোচ ও হল অব ফেমার চন্সি বিলাপস, মায়ামি হিটের গার্ড টেরি রোজিয়ার এবং সাবেক খেলোয়াড় ডেমন জোন্সসহ ৩৪ জনের বিরুদ্ধে অবৈধ জুয়া ও অর্থপাচার মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্ক কর্তৃপক্ষ জুয়া ও অবৈধ বাজি সংক্রান্ত দুটি আলাদা তদন্তের ফলাফল প্রকাশ করে।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল ও মার্কিন অ্যাটর্নি জোসেফ নোচেলা জুনিয়র সংবাদ সম্মেলনে জানান, এই তদন্ত ১১টি অঙ্গরাজ্য জুড়ে চলেছে এবং এতে দশ মিলিয়ন ডলারের বেশি অর্থ লেনদেনের প্রমাণ মিলেছে।
তদন্তে জানা গেছে, যুক্তরাষ্ট্রের কুখ্যাত বোনান্নো, জেনোভিজ, গ্যাম্বিনো ও লুচেসে মাফিয়া পরিবার সরাসরি এই অবৈধ জুয়া কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। তারা খেলোয়াড়, কোচ এবং প্রাক্তন ক্রীড়াবিদদের ব্যবহার করে জুয়া লেনদেন ও মানি লন্ডারিং পরিচালনা করত।
বৃহস্পতিবার সকালে ওরেগনের পোর্টল্যান্ড শহর থেকে চন্সি বিলাপসকে গ্রেপ্তার করা হয়। একই দিনে টেরি রোজিয়ারকে ফ্লোরিডার অরল্যান্ডো থেকে আটক করে ফেডারেল এজেন্টরা।
দুজনকেই নিউইয়র্কের ব্রুকলিন ফেডারেল কোর্টে হাজির করা হবে বলে জানানো হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ৩৪ জন অভিযুক্তের বিরুদ্ধে অবৈধ জুয়া পরিচালনা, অর্থপাচার ও সংগঠিত অপরাধচক্রে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। এই মামলাকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় ক্রীড়া-অর্থনৈতিক অপরাধ তদন্তগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
এই ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে—অত্যন্ত লাভজনক পেশাদার ক্রীড়া লিগগুলোতে জুয়া সংস্কৃতির ছায়া কতটা গভীরে প্রোথিত?
এফবিআই বলছে, প্রযুক্তিনির্ভর বাজি ব্যবস্থা ও ক্রীড়া বিশ্লেষণভিত্তিক “গোপন বেটিং নেটওয়ার্ক”গুলোই এই চক্রের কেন্দ্রবিন্দুতে ছিল।
মামলার অগ্রগতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আগামী সপ্তাহে বিস্তারিত ব্রিফিং দেবে।
