এনবিএ কোচসহ ৩৪ জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযোগ
যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের এক তদন্তে ক্রীড়াঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এনবিএ ক্লাব পোর্টল্যান্ড ট্রেইল ব্লেজার্সের প্রধান কোচ ও হল অব ফেমার চন্সি বিলাপস, মায়ামি হিটের গার্ড টেরি রোজিয়ার এবং সাবেক খেলোয়াড় ডেমন জোন্সসহ ৩৪ জনের বিরুদ্ধে অবৈধ জুয়া ও অর্থপাচার মামলায় অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।