৪০ দিন মসজিদে নামাজ আদায়, সাইকেল পেল ৭ কিশোর
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৯:২৬, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:৪৭, ২৫ অক্টোবর ২০২৫
ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করায় ৭ কিশোরকে সাইকেল পুরস্কার দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কাদিপুর ইউনিয়নের আমতৈল মাজার মসজিদ প্রাঙ্গণে হযরত শাহ সর্দার মুহাম্মদ (রহ.) মাহফিল বাস্তবায়ন পরিচালনা কমিটির আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।
আয়োজকরা জানান, নামাজে নিয়মিত হতে ৬০ কিশোর অংশ নেয় কর্মসূচিতে। এর মধ্যে ৫ জন মাঝপথে বাদ পড়লেও বাকি ৫৫ জন নিয়মিত নামাজ আদায় সম্পন্ন করে। লটারির মাধ্যমে নির্বাচিত ৭ কিশোরকে বাইসাইকেল এবং অন্যদের বিভিন্ন উপহার দেওয়া হয়।
বাইসাইকেল পাওয়া কিশোর শাফি বলে, ‘৪০ দিন নিয়মিত জামাতে নামাজ পড়ে এখন অভ্যস্ত হয়ে গেছি। জীবনের বাকি সময়ও যেন মসজিদে নামাজ পড়তে পারি, এই দোয়া চাই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সাহেদুর রহমান কিরন এবং প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ। উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, শিশুকাল থেকেই নামাজে অনুরাগ সৃষ্টি করলে তারা ভবিষ্যতে আদর্শ নাগরিক হয়ে উঠবে।
অনুষ্ঠানে হিফজুল কোরআনে সাফল্য অর্জনকারী ৯ বছরের শিশু রেদওয়ান আহমেদ মারিয়ানকেও বিশেষভাবে সম্মাননা দেওয়া হয়।
