আইবির উদ্যোগে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির স্বীকৃতি
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ২১:২২, ৮ অক্টোবর ২০২৫

বর্তমান বিশ্বের তরুণ প্রজন্মের কৃতিত্ব এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। নতুন প্রজন্ম গোটা মানবসমাজের জন্য স্বপ্ন বুনছে। জ্ঞান, উদ্ভাবন ও মানবকল্যাণকে কেন্দ্র করে তাদের কর্মকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি আকর্ষণ করছে। সম্প্রতি আন্তর্জাতিক ব্যাকালরিয়েট (আইবি) ২০২৫ সালের গ্লোবাল ইয়ুথ অ্যাকশন ফান্ডের বিজয়ীদের পুরুস্কৃত করেছে। এ বছর ৪৩টি দেশের ৩১৪ জন শিক্ষার্থীর প্রতিনিধিত্বকারী মোট ১১০টি প্রকল্পকে অনুদান দেওয়া হয়েছে, যাতে তারা নিজেদের উদ্ভাবনী ও সমাজভিত্তিক উদ্যোগ বাস্তবায়ন করতে পারে।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ রক্ষা, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, দারিদ্র্য বিমোচন, শিক্ষা সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার মতো নানা প্রকল্প হাতে নিয়েছে। বয়সে তারা হয়তো কিশোর, কিন্তু তাদের চিন্তার গভীরতা প্রমাণ করছে মানবিক চেতনা বয়সে নয়, মানসিকতায় বিকশিত হয়।
গ্লোবাল ইয়ুথ অ্যাকশন ফান্ড হলো আইবির ফেস্টিভ্যাল অব হোপ-এর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের স্বীকৃতি ও ক্ষমতায়ন করা হয়। বিজয়ী প্রকল্পগুলোর মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭টির মধ্যে ১৫টি লক্ষ্য প্রতিফলিত হয়েছে। যা আগামী প্রজন্মের সৃজনশীলতা ও অঙ্গীকারকে তুলে ধরবে, যারা বৈশ্বিক নেতৃত্বের দায়িত্ব নিতে প্রস্তুত। বিজয়ী প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি উল্লেখ করা হলো।
ইন্টারন্যাশনাল ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস (অস্ট্রেলিয়া), সাশ্রয়ী ও শিক্ষার্থী-নেতৃত্বাধীন মডেল ইউএন সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাপী তরুণদের কূটনীতি, বক্তৃতা ও প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততায় ক্ষমতায়ন করা।
গ্রিন হরাইজন্স (কেনিয়া), কৃষক ও শিক্ষার্থীদের জলবায়ু-বান্ধব কৃষি পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া, যাতে খাদ্য নিরাপত্তাহীনতা ও পরিবেশ অবক্ষয় মোকাবিলা করা যায় এবং টেকসই জীবিকা নিশ্চিত হয়।
গামা ক্লাব (মেক্সিকো), মেক্সিকো সিটির সরকারি স্কুলের শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার্থী-নেতৃত্বাধীন শিক্ষা কর্মসূচি চালু করা, যাতে সমবয়সীদের মাধ্যমে শিক্ষা দিয়ে শিক্ষাগত উন্নয়ন ও সমতা নিশ্চিত করা যায়।
ব্যাগস টু বেডস (কানাডা), প্লাস্টিক বর্জ্যকে গৃহহীন মানুষের জন্য ঘুমানোর মাদুরে রূপান্তর করা, যা তরুণদের নেতৃত্বে পরিবেশ দূষণ ও দারিদ্র্য একসঙ্গে মোকাবিলা করছে।
প্রতিটি বিজয়ী দল তাদের প্রকল্পের প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত অনুদান পেয়েছে, যাতে তারা তাদের শক্তিশালী ধারণাকে রূপ দিতে পারে বা আরও প্রসারিত করতে পারে।
আইবির এই কর্মসূচি বিশ্বজুড়ে শিক্ষার্থীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। কারণ সাধারণত তরুণদের ধারণা বা স্বপ্নকে বড়রা অনেক সময় গুরুত্ব দেন না। অথচ এই প্রকল্পগুলো প্রমাণ করেছে, সঠিক দিকনির্দেশনা ও সামান্য সহযোগিতা পেলে শিক্ষার্থীরা সমাজে তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারে।