পৃথিবীর অষ্টম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’তে বাংলাদেশের তমাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:০৩, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৪:৩০, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে যুক্ত হলো নতুন এক গৌরবোজ্জ্বল অধ্যায়। পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল সফলভাবে জয় করেছেন পৃথিবীর অষ্টম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মানাসলু (৮,১৬৩ মিটার)। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৩টায় তিনি নেপালের মানাসলুর শীর্ষে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে দেন।
এই অভিযান আয়োজন করে ‘আল্টিটিউড হান্টারস’। এর প্রতিষ্ঠাতা ফজলুর রহমান শামীম সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন এ তথ্য।
তমাল গত ১ সেপ্টেম্বর ঢাকায় আনুষ্ঠানিক বিদায় নিয়ে রওনা দেন। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজিত অনুষ্ঠানে তার হাতে জাতীয় পতাকা তুলে দেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার।
তমাল গত ১৪ বছর ধরে নিয়মিত ট্রেকিং এবং উচ্চ পর্বতারোহণের সঙ্গে যুক্ত। ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে তিনি মৌলিক ও উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।
এর আগে তমাল
৫ থেকে ৬ হাজার মিটারের সাতটি পর্বত জয় করেছেন।
৬৫০০ মিটার উঁচু দুটি শৃঙ্গ জয় করেছেন।
প্রথম বাংলাদেশি হিসেবে শীতকালীন অভিযানে থার্পু চুল্লি জয় করেছেন।
প্রথম বাংলাদেশি হিসেবে ভাগীরথী-২ (৬৫১২ মিটার) জয় করেছেন।
২০২৪ সালে বিশ্বের অন্যতম কঠিন শৃঙ্গ মাউন্ট আমা দাবলাম (৬৮১৪ মিটার) জয় করেন।
মানাসলু: বিশ্বের বিপজ্জনক শৃঙ্গগুলোর একটি
মানাসলু নেপালের মানসিরি হিমালে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮ হাজার ১৬৩ মিটার (২৬ হাজার ৭৮১ ফুট)। এটি পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ হলেও মৃত্যুহারের বিচারে বিশ্বের চতুর্থ প্রাণঘাতী পর্বত হিসেবে পরিচিত।
১৯৫৬ সালের ৯ মে প্রথমবারের মতো জাপানি পর্বতারোহী তোশিও ইমানিশি ও গ্যালজেন নরবু এ শৃঙ্গ জয় করেন। এরপর দীর্ঘ ১৫ বছর আর কেউ এ চূড়ায় উঠতে পারেননি। ১৯৭১ সালে পুনরায় জাপানি একটি দল সফল হয়। ১৯৯৭ সালে মার্কিন পর্বতারোহীরাও মানাসলুর চূড়ায় ওঠে।
তৌফিক আহমেদ তমালের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো জাতির জন্য গর্বের। এটি বাংলাদেশের তরুণ প্রজন্মকে নতুন স্বপ্ন দেখাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থানকে আরও উজ্জ্বল করবে।