উত্তপ্ত লাদাখ
আন্দোলনের নেপথ্যে গ্রেপ্তার সোনম ওয়াংচুক
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৮:১৪, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ভারতের উত্তর সীমান্তের মনোরম অঞ্চল লাদাখ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাংবিধানিক অধিকার ও পৃথক রাজ্যের দাবিকে কেন্দ্র করে। স্থানীয় জনগণের প্রধান দাবিগুলি হলো—লাদাখকে ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় আনা, আদিবাসী মর্যাদা প্রদান, ভূমি ও কর্মসংস্থান সুরক্ষা নিশ্চিত করা এবং পূর্ণ রাজ্যের মর্যাদা ঘোষণা করা। দীর্ঘদিন ধরে এই দাবিতে সরব ছিলেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক, যাকে শুক্রবার আন্দোলনে উস্কানির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বহু নেতা তার অনশন প্রত্যাহারের আহ্বান জানালেও ওয়াংচুক শোনেননি। বরং আরব বসন্তের কৌশলের আদলে জনতাকে উসকে দিয়েছেন এবং নেপালের জেন জি আন্দোলনের উদাহরণ টেনে জনগণকে বিভ্রান্ত করেছেন। অভিযোগে আরও বলা হয়েছে, তার বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে একদল মানুষ লেহ-এ সরকারি কার্যালয় ও রাজনৈতিক দলের দপ্তরে হামলা চালায়।
অন্যদিকে ওয়াংচুকের মতে, এটি আদতে বিজেপির প্রতিশ্রুতি ভঙ্গের ফল। তিনি বলেন, যুবসমাজের ক্ষোভ স্বতঃস্ফূর্তভাবে বিস্ফোরিত হয়েছে। সরকারের অভিযোগ ভিত্তিহীন।
বুধবার লেহ শহরে প্রতিবাদকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং ৮০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
‘থ্রি ইডিয়টস’-এর র্যাঞ্চোর প্রেরণা
সোনম ওয়াংচুকের জীবন ও কর্মই বলিউডের জনপ্রিয় সিনেমা থ্রি ইডিয়টস-এর র্যাঞ্চো চরিত্রের অনুপ্রেরণা। শিক্ষাব্যবস্থায় তার নবতর উদ্যোগ ‘অপারেশন নিউ হোপ’ পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মূলধারায় ফিরতে সহায়তা করে। ১৯৮৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন স্টুডেন্ট এডুকেশন অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ (SECMOL)।
পরিবেশ সংরক্ষণেও তার অবদান অনন্য। বরফের স্টূপা বানিয়ে পানি মজুত রাখার প্রযুক্তি, যা আইস স্টূপা নামে পরিচিত, আজ লাদাখের কৃষকদের জন্য আশার আলো। এছাড়া ‘ওয়াংচুক সোলার’ প্রকল্প পরিবেশবান্ধব শক্তি ব্যবহারের এক দৃষ্টান্ত। তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৮ সালে ম্যাগসেসে পুরস্কার পান।
ওয়াংচুকের গ্রেপ্তার আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয়দের আশঙ্কা, দাবি উপেক্ষিত হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। অন্যদিকে সরকার বলছে, লাদাখে শান্তি ফিরিয়ে আনতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার বিষয়, এই উত্তাল আন্দোলন সমাধান পায় নাকি আরও বড় রাজনৈতিক সংকটের জন্ম দেয়।