জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
মুরাদনগর ( কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৯:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, “নির্বাচন আমরাও চাই, ফেব্রুয়ারী নয়, প্রয়োজনে ডিসেম্বরেও হতে পারে। কিন্তু জুলাইয়ের অঙ্গিকার—সংস্কার ও বিচার নিশ্চিত হতে হবে।”
শুক্রবার বিকেলে মুরাদনগর উপজেলা চত্বরে যুগপত আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাস্টার মফিজুল ইসলাম।
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি
মাওলানা কাইয়ূম বলেন, বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় জনগণ ডামি ভোট ও রাতের ভোট প্রত্যক্ষ করেছে। এই পদ্ধতি “ফ্যাসিস্ট শাসকের জন্ম দিয়েছে” দাবি করে তিনি বলেন, “আমরা চাই পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন। এর মাধ্যমেই ফ্যাসিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত রাষ্ট্র গঠন সম্ভব হবে।”
তিনি আরও বলেন, সরকারের প্রধান তিনটি অঙ্গিকার ছিলো—সংস্কার, বিচার ও নির্বাচন। কিন্তু সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় নির্বাচন নিয়ে এতো মাতামাতির অর্থ নেই।
জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিতের আহ্বান
সহকারী মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত না হলে জুলাই বিপ্লবীদের ফাঁসির আশঙ্কা তৈরি হচ্ছে।” একইসঙ্গে তিনি বিএনপির এক নেতার মন্তব্যের সমালোচনা করে বলেন, ইসলামী আন্দোলনের ফ্যাসিবাদবিরোধী ভূমিকা সম্পর্কে বিএনপি নেতাদের জিজ্ঞেস করতে হবে মির্জা ফখরুল ইসলাম বা বরকতুল্লাহ বুলুকে।
দুর্নীতি ও পাচারের অভিযোগ
তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি। বরং দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে হয়েছে এবং হাজার কোটি টাকা পাচারের দৃশ্য মানুষ দেখেছে। তিনি অভিযোগ করেন, “হাসিনার আমলে আইয়ামে জাহেলিয়াতের বর্বরতা দেখা গেছে।”
সমাবেশে অন্য বক্তারা
সমাবেশে আরও বক্তব্য দেন দলের সেক্রেটারি হাজী আব্দুল করীম, মাওলানা দেলোয়ার আমিন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ সাইফুল ইসলাম, যুবনেতা মাওলানা শোয়াইব হুসেন, শেখ মো. সাইফুল ইসলাম, মুফতী আব্দুল হান্নান, মুসা হায়দার, মোহাম্মদ জহিরুল ইসলাম, ছাত্র নেতা মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্যরা।