পিকআপ-ট্রাক সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩, আহত ৩
রংপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭:২০, ২৬ সেপ্টেম্বর ২০২৫

রংপুর নগরীতে শুক্রবার ভোর ৪টার দিকে নগরীর দমদমা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে একটি বালুবোঝাই ট্রাক পিকআপ ভ্যানে ধাক্কা দিলে মা, ছেলে ও আরেকজনসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন ২০ বছর বয়সী আরিফ হোসেন, ২৮ বছর বয়সী শাহিনা বেগম এবং তার এক বছর বয়সী সন্তান ওয়ালিদ হোসেন স্বাধীন।
দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত পিকআপ চালক নিশাত মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহানগর পুলিশের তাজহাট থানার ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পলাতক রয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনা ঘটেছে দমদমা ব্রিজের পূর্বে, যখন পিকআপটি মাহিগঞ্জের পথে যাচ্ছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং তদন্ত শুরু করেছে।