ফতুল্লায় গৃহবধূ সুমা হত্যার দুই বছর পর স্বামী শহিদুল্লাহ গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: ১৬:১৯, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৬:২৩, ২৬ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত গৃহবধূ সুমা আক্তার (৩০) হত্যাকাণ্ডের দুই বছর পর মূলহোতা স্বামী শহিদুল্লাহকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ফতুল্লার কাঠেরপুল কুতুবআইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শহিদুল্লাহ হত্যার দায় স্বীকার করেছে। সে স্বীকারোক্তিতে জানায়, শ্যালিকা সোহানা আক্তারের (২৮) সঙ্গে পরকীয়া প্রেমের জেরে স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করার পর সে পালিয়ে যায়।
পরে বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে শহিদুল্লাহ হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ই নভেম্বর গভীর রাতে ফতুল্লার কাঠেরপুল কুতুবআইল এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পর নিহতের মা সাজেদা খাতুন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৪ সালের ১৪ই আগস্ট মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
দুই বছর ধরে পলাতক থাকার পর অবশেষে মূলহোতা গ্রেপ্তার হওয়ায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে তারা দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।