ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার পতন, ১০ বছর পর শীর্ষে স্পেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮:২২, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:১২, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে এসেছে বড় পরিবর্তন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শীর্ষস্থান হারিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। এর ফলে ২০১৪ সালের পর এবারই প্রথম র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে স্পেন। আর আর্জেন্টিনাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফ্রান্স।
২০২২ বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দলটি ধারাবাহিক পারফরম্যান্স করে আসছিল। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে ব্রাজিলকে ৪-১ গোলে হারানো ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম দারুণ ফলাফল। যদিও মেসির বয়স বেড়েছে ও আনহেল দি মারিয়া অবসর নিয়েছেন, তারপরও থিয়াগো আলমাদা ও নিকো পাজের মতো তরুণরা আলো ছড়াচ্ছেন। তবুও র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়াটা সমর্থকদের জন্য বিস্ময়কর।
স্পেনের সাফল্য
লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেনের দাপুটে পারফরম্যান্স র্যাঙ্কিংয়ের শীর্ষে তুলেছে তাদের। এক দশকেরও বেশি সময় পর ফুটবল বিশ্বে স্পেনের এই উত্থান নতুন প্রজন্মের সাফল্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
ফ্রান্স এগিয়ে, ব্রাজিল পিছিয়ে
ফ্রান্স ধারাবাহিক জয়ের কারণে উঠেছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে ব্রাজিল নেমে গেছে ষষ্ঠ স্থানে, জায়গা করে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ভেনেজুয়েলার সঙ্গে ড্র এবং বলিভিয়ার কাছে হারের মতো ফল ব্রাজিলকে পেছনে টেনে নিয়েছে। শেষ আট ম্যাচে মাত্র তিনটি জয় পাওয়ায় কোচ কার্লো আনচেলত্তির সামনে বড় চাপ তৈরি হয়েছে।
রোনালদো বনাম নেইমার
র্যাঙ্কিংয়ে পর্তুগালের পঞ্চম স্থান ফিরে পাওয়া রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারকে আবারও আলোচনায় এনেছে। অন্যদিকে নেইমারের ব্রাজিল ভুগছে দলগত অস্থিরতায়। ২০০২ সালের পর থেকে বিশ্বকাপের খোঁজে থাকা ব্রাজিলের জন্য ষষ্ঠ স্থান হয়তো সান্ত্বনা, তবে সমর্থকদের হতাশা লুকোনো যাচ্ছে না।
প্রশ্ন উঠছে—আনচেলত্তি কি ক্লাব ফুটবলের সাফল্যকে আন্তর্জাতিক মঞ্চেও পুনরাবৃত্তি করতে পারবেন? আগামী বাছাইপর্বের ম্যাচগুলোতে ব্রাজিলের জন্য সঠিক উত্তর খোঁজা জরুরি।
অন্যদিকে আর্জেন্টিনাকে আবার শীর্ষে ফেরার লড়াই শুরু করতে হবে।