শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

এশিয়া কাপ সেমিফাইনাল

দুবাইয়ে হাইভোল্টেজ লড়াই: বাংলাদেশ বনাম পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩:৩৪, ২৫ সেপ্টেম্বর ২০২৫

দুবাইয়ে হাইভোল্টেজ লড়াই: বাংলাদেশ বনাম পাকিস্তান

এশিয়া কাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে—এই প্রশ্নের উত্তর মিলবে আজ রাতেই। মূলত এটি একটি ভার্চুয়াল সেমিফাইনাল যেখানে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ। যারা জিতবে, তারাই যাবে ফাইনালে।
ভারতের বিপক্ষে বড় হারের পর পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে ফিরেছে জয়ের ছন্দে। তবে সেই ম্যাচে রান তাড়া করতে গিয়ে শুরুতে চাপে পড়েছিল তারা। মাত্র ৫৭ রানে ৪ উইকেট হারানোর পর হুসেইন তালাত ও মোহাম্মদ নওয়াজ দলের ত্রাণকর্তা হিসেবে এগিয়ে আসেন। বল হাতে শাহীন শাহ আফ্রিদিও গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষকে চেপে ধরেছেন। পাকিস্তান এবারও তার ওপর ভরসা রাখবে।
অন্যদিকে বাংলাদেশ এবারের আসরে তরুণ-নির্ভর দল নিয়ে খেলছে। ভারতের বিপক্ষে হারের পর দ্রুত ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজরা। এরই মধ্যে তারা শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারিয়েছে এবং জুলাইয়ে পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ হারানোর অভিজ্ঞতা রয়েছে। ব্যাট হাতে সাইফ হাসানের ধারাবাহিকতা, রিশাদ হোসেনের লেগস্পিন, আর মুস্তাফিজ-তানজিমদের বোলিং বাংলাদেশকে এগিয়ে রাখছে। এ ম্যাচে ফিরতে পারেন অভিজ্ঞ লিটন দাস ও পেসার তাসকিন আহমেদ, যা দলকে আরও শক্তিশালী করবে।

সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আউব/হাসান নওয়াজ/খুশদিল শাহ, সালমান আগা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।
দুবাইয়ের উইকেট ধীরগতির, যেখানে প্রথমে ব্যাট করা কঠিন। তাই টস জিতলে দুই দলই বোলিং নিতে চাইবে।
মোস্তাফিজুর রহমান টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট নেওয়া চতুর্থ বোলার।
রিশাদ হোসেন এবারের আসরে ৪ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন, ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সও রয়েছে।
পাকিস্তানের অলরাউন্ডার নওয়াজ শেষ দুই ম্যাচে বল না করলেও ব্যাট হাতে দুইবার দলকে রক্ষা করেছেন।
আজকের ম্যাচটি তাই শুধু একটি সেমিফাইনাল নয়, দুই দলের আত্মসম্মান ও সাম্প্রতিক ধারাবাহিকতা বজায় রাখারও লড়াই।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন