শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

ফুটবল বিশ্বকাপ ২০২৬

থাকছে ৩ দেশের ৩ মাসকট- ম্যাপল, ক্লাচ ও জায়ু

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬:০৭, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৬:১৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫

থাকছে ৩ দেশের ৩ মাসকট- ম্যাপল, ক্লাচ ও জায়ু

আগামী ২০২৬ সালের পুরুষদের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে একসঙ্গে তিনটি দেশে- কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে। তিন দেশের সংস্কৃতির সম্মিলনে এই বিশ্বকাপ যেমন বৈচিত্র্যময়, তেমনি ব্যতিক্রমী মাসকট নির্বাচনেও এসেছে নতুনত্ব। 

এবারের আসরের জন্য তিনটি মাসকট উন্মোচন করেছে ফিফা। এর মধ্যে রয়েছে কানাডার ‘ম্যাপল দ্য মুস‘, যুক্তরাষ্ট্রের ‘ক্লাচ দ্য বল্ড ঈগল’ ও মেক্সিকোর ‘জায়ু দ্য জাগুয়ার’।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই মাসকটগুলো একটি উদযাপন, যা টুর্নামেন্টের মতোই সাহসী এবং সীমাহীন।’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘২৬ বিশ্বকাপ দলের পরিবার আরও বড় হলো, আরও মজার হলো।’

যুক্তরাষ্ট্রের মাসকট: ক্লাচ দ্য ঈগল

বল্ড ঈগলকে রূপ দেওয়া হয়েছে অ্যাডভেঞ্চারপ্রেমী ও সাহসী ফুটবলারের। যদিও এর পাখনা ও উড়ন্ত ক্ষমতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে মজা- ‘কর্নারের সময় ডানায় ভর দিয়ে হেড করা কি বৈধ?’ অনেকে আবার ‘ক্লাচ’ নামটিকে যুক্তরাষ্ট্রের আত্মগর্বের প্রতিচ্ছবি বলেও উল্লেখ করছেন।

কানাডার মাসকট: ম্যাপল দ্য মুস

ম্যাপলকে চেনানো হয়েছে স্ট্রিট-স্টাইল পছন্দ করা, সংগীতপ্রেমী এবং নিবেদিত গোলরক্ষক হিসেবে। যদিও কেউ কেউ নামটিকে সাদামাটা বলছেন, ফিফার মতে, এটি সৃজনশীলতা ও স্থিতিশীলতার প্রতীক।

মেক্সিকোর মাসকট: জায়ু দ্য জাগুয়ার

সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাচ্ছে জায়ু। শিশুরা একে বেশ পছন্দ করছে। ফিফা বলেছে, জায়ু ঐক্য, শক্তি এবং আনন্দের প্রতীক। এটি সংস্কৃতির প্রতিনিধিত্ব করে এবং জাতিগোষ্ঠীর সীমানা ছাড়িয়ে মানুষকে একত্রিত করে।

ফিফার নতুন গেম: ‘ফিফা হিরোজ’

তিন মাসকটকে কেন্দ্র করে ‘ফিফা হিরোজ’ নামে নতুন একটি ভিডিও গেমও প্রকাশ করতে যাচ্ছে ফিফা। এতে খেলোয়াড়রা ম্যাপল, ক্লাচ ও জায়ুকে নিয়ে ৫জনের দল গঠন করে খেলতে পারবে, যা শিশু ও তরুণদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

কবে কোথায় ২০২৬ ফিফা বিশ্বকাপ

২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি উত্তর আমেরিকার তিনটি দেশের ১৬টি শহর যৌথভাবে আয়োজন করবে: কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই টুর্নামেন্টটি তিনটি দেশ দ্বারা আয়োজিত প্রথম এবং ১৯৯৪ সালের পর প্রথম উত্তর আমেরিকার বিশ্বকাপ হবে। আর্জেন্টিনা বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এই টুর্নামেন্টে ৪৮টি দল অন্তর্ভুক্ত করা হবে। আগেরবার দল ছিল ৩২টি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন