সাফ অনূর্ধ্ব–১৭ ফুটবল
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯:৪০, ২৫ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব–১৭ ফুটবলের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। বৃহস্পতিবার কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে লাল-সবুজ জার্সিধারীরা ২-০ গোলে জয় তুলে নেয়। এর মধ্য দিয়ে গত আসরের মতো এবারও পাকিস্তানকে হারিয়ে ফাইনালে খেলতে যাচ্ছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।
বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ও ফরোয়ার্ড অপু রহমান। শুরুতেই পাকিস্তানের রক্ষণ ভাঙতে সক্ষম হয় লাল-সবুজ বাহিনী। ম্যাচের তৃতীয় মিনিটেই পাকিস্তানের গোলরক্ষক সামার রাজ্জাকের মারাত্মক ভুলের সুযোগ নিয়ে বল জালে জড়ান নাজমুল।
প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় গোল হজম করে পাকিস্তান। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢোকার আগে লম্বা শটে ব্যবধান দ্বিগুণ করেন অপু রহমান। দ্রুত দুই গোল খেয়ে পাকিস্তান রক্ষণ সামলাতে ব্যস্ত হয়ে পড়লেও বাংলাদেশ আক্রমণ অব্যাহত রাখে। তবে প্রথমার্ধে আর গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ বেশ স্বচ্ছন্দে খেলে, গোল বাড়ানোর তাগিদ ছিল কম। অন্যদিকে পাকিস্তানও ব্যবধান কমানোর সুযোগ তৈরি করতে পারেনি। ফলে ২-০ গোলের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এই জয়ে প্রথমবারের মতো শিরোপার খুব কাছে পৌঁছে গেছে লাল-সবুজ তরুণরা। আগামী শনিবার ফাইনালে ভারতের বিপক্ষে বা নেপালের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে তারা। উল্লেখ্য, দ্বিতীয় সেমিফাইনালে একই মাঠে রাত আটটায় মুখোমুখি হবে ছয়বারের চ্যাম্পিয়ন ভারত ও নেপাল।
বাংলাদেশের তরুণদের ধারাবাহিক পারফরম্যান্স এবারও তাদের শিরোপার স্বপ্ন দেখাচ্ছে। ফুটবলপ্রেমীদের আশা, কলম্বোর ফাইনালেই ইতিহাস গড়বে এই অনূর্ধ্ব–১৭ দল।