শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

মেসির জোড়া গোল

নিউ ইয়র্ক সিটিকে উড়িয়ে প্লে-অফে ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২:২০, ২৫ সেপ্টেম্বর ২০২৫

নিউ ইয়র্ক সিটিকে উড়িয়ে প্লে-অফে ইন্টার মায়ামি

লিওনেল মেসির জাদুতে আবারও আলো ছড়ালো ইন্টার মায়ামি। সর্বশেষ ৩ ম্যাচে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট করার পর এবার নিউ ইয়র্ক সিটির বিপক্ষে নিজের অসাধারণ নৈপুণ্যে দলকে প্লে-অফে তুললেন আর্জেন্টাইন তারকা।
নিউ ইয়র্কের মাঠে মেজর লিগ সকারে ইন্টার মায়ামি ৪-০ গোলে দাপুটে জয় পায়। ম্যাচের ৪৩ মিনিটে রদ্রিগেজ গোল করে মায়ামিকে এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধে মেসি ঝলক দেখান—৭৪ ও ৮৬ মিনিটে দুটি গোল করে ম্যাচকে একেবারেই মায়ামির করে তোলেন।
৮৩ মিনিটে তার সামনে হ্যাটট্রিক করার সুবর্ণ সুযোগ এসেছিল। তবে মায়ামি অধিনায়ক স্বার্থপরতার বদলে উদারতা দেখান। স্পটকিক থেকে গোল করার সুযোগ তিনি দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজকে দেন। উরুগুইয়ান ফরোয়ার্ড পেনাল্টি গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-০ তে।
এই জোড়া গোলের মধ্য দিয়ে মেসি এক মৌসুমে ৮ ম্যাচে একাধিক গোল করার কীর্তি গড়লেন—যা এমএলএস ইতিহাসে মাত্র চতুর্থবার ঘটল। শেষ ১২ ম্যাচের ৮টিতেই দুই বা তার বেশি গোল করেছেন তিনি।
বর্তমানে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। প্লে-অফ নিশ্চিত করার পর কোচ হাভিয়ের মাসচেরানো জানিয়েছেন, “এটা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল। তবে সাপোর্টার্স শিল্ড ধরে রাখার জন্য এটা কেবল শুরু।”
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন