এশিয়া কাপ
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত, শ্রীলঙ্কার বিদায়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২:৫১, ২৫ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৪১ রানে হারলো বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করলো ভারত ক্রিকেট দল।।
তবে বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ হেরে হেরে যাওয়ায় ক্ষতি হল শ্রীলংকারও। এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে দেশটির।
অন্যদিকে ভারতের এই জিতে যাওয়ায় বৃহস্পতিবারের (২৫ সেপ্টেম্বর) ম্যাচটি বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলের জন্য সেমি ফাইনাল। অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে নকআউট। এই ম্যাচে যেই হারবে তাকেই বিদায় নিতে হবে এশিয়া কাপ থেকে।
দল হেরে গেলেও বুধবারের ম্যাচে বাংলাদেশের মোস্তাফিজের একটি রেকর্ডও হয়েছে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করে সাকিবকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারি এখন মোস্তাফিজ। কিন্তু তার মাইলফলকের ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ।
ভারতকে ১৬৮ রানে আটকে রাখলেও ব্যাটিং ব্যর্থতায় ১৯.৩ ওভারে ১২৭ রানে তারা গুটিয়ে গেছে।
ব্যাট হাতে শুরু থেকে লড়াইটা করেছেন ওপেনার সাইফ হাসান। কিন্তু অন্য প্রান্তে যোগ্য কাউকে পাননি। যার ফলে রান রেটের চাপও সামাল দেওয়া যায়নি। সাইফ ৫১ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৬৯ রান করে বুমরার বলে ফিরেছেন।
দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি ছিল পারভেজ হোসেনের (২১)। বাকি আর কেউই ডাবল ডিজিটে রান করতে পারেননি। যার মাশুল দিয়েছে তারা।
সাইফ হাসান ১৭.২ ওভারে নবম উইকেট হিসেবে ফিরলে মোস্তাফিজ, নাসুম মিলে শেষ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নেন। কিন্তু শেষ ওভারের তৃতীয় বলে মোস্তাফিজ ৬ রানে আউট হলে বাংলাদেশের ইনিংস সেখানেই শেষ হয়েছে।
ভারতের হয়ে ১৮ রানে ৩টি উইকেট নেন কুলদীপ যাদব। দুটি করে নিয়েছেন জসপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী। একটি করে নিয়েছেন অক্ষর প্যাটেল ও তিলক বর্মা।
সংক্ষিপ্ত স্কোর:
:বাংলাদেশ: ১৯.৩ ওভারে ১২৭/১০ (নাসুম ৪*; তানজিদ ১, পারভেজ ২১, হৃদয় ৭, শামীম ০, জাকের ৪, সাইফউদ্দিন ৪, রিশাদ ২, তানজিম ০, সাইফ ৬৯, মোস্তাফিজ ৬)
ভারত: ২০ ওভারে ১৬৮/৬ ( অক্ষর ১০*; গিল ২৯, দুবে ২, অভিষেক ৭৫, সূর্য ৫, তিলক ৫, হার্দিক ৩৮)