লিটন ছাড়াই ভারত ম্যাচে বাংলাদে
টস জিতে ফিল্ডিংয়ে জাকের আলীর দল
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ২১:০১, ২৪ সেপ্টেম্বর ২০২৫

শঙ্কাই সত্যি হলো। এশিয়া কাপ সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে নেই লিটন দাস। ইনজুরির কারণে তাকে ছাড়াই নামছে বাংলাদেশ। তার পরিবর্তে আজকের ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
লিটনের ইনজুরি ও চার পরিবর্তন
গত ২২ সেপ্টেম্বর অনুশীলনের সময় কোমরে ব্যথা পেয়েছিলেন লিটন। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করলেও তাকে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। তার সঙ্গে বসেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান। একাদশে ফিরেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, পেসার তানজিম হাসান সাকিব, ওপেনার পারভেজ হোসেন ইমন এবং চলতি আসরে প্রথমবার সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
অন্যদিকে ভারত নামছে অপরিবর্তিত একাদশ নিয়েই।
দুই দলের একাদশ
বাংলাদেশ: তানজিদ হোসেন তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী (অধিনায়ক), রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
ভারত: অভিশেক শর্মা, শুভমান গিল, তিলক বার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সাঞ্জু স্যামসন, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।
সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দুই দলই। ফলে আজকের ম্যাচে জয়ী দল এক পা দিয়ে রাখবে ফাইনালের পথে। তবে পরিসংখ্যান বলছে, এই ফরম্যাটে বাংলাদেশ এগিয়ে যেতে হলে ভাঙতে হবে ভারতের একচেটিয়া আধিপত্য। এ পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়ে ১৬ বারই জিতেছে মেন ইন ব্লু।
বাংলাদেশের লক্ষ্য তাই শুধু জয়ের পথ খোঁজা নয়, ইতিহাসও পাল্টানো।