শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

শাহরুখ না সলমন

কার ছায়ায় গড়া আরিয়ান খানের ওয়েব সিরিজ নায়ক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬:১২, ২৬ সেপ্টেম্বর ২০২৫

কার ছায়ায় গড়া আরিয়ান খানের ওয়েব সিরিজ নায়ক

বলিউডে খান পরিবারের নতুন পদক্ষেপ যেন রীতিমতো আলোড়ন তুলেছে। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালনায় আত্মপ্রকাশ করলেন ওয়েব সিরিজ “দ্য ব্যা**ডস অফ বলিউড”* দিয়ে। তারকাপুত্ররা সাধারণত অভিনয়ের পথে পা বাড়ালেও আরিয়ান বেছে নিলেন ভিন্ন এক দিক— ক্যামেরার পেছনের আসন।
সিরিজটির কেন্দ্রবিন্দু আসমান সিং, যে চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা লাক্ষ্য। গল্প জুড়ে রয়েছে বলিউডের অন্দরের নেপথ্য কাহিনি— সম্পর্ক, ছদ্মরসায়ন আর ইন্ডাস্ট্রির অজানা দিকগুলো। এই চরিত্রটি ৯০-এর দশকের বলিউডকে নস্টালজিকভাবে ফিরিয়ে আনে। লাক্ষ্য নিজেই জানিয়েছেন, আসমান চরিত্রে তিনি নিজের অতীতকে খুঁজে পেয়েছেন।

শাহরুখ–সলমনের প্রভাব
সবচেয়ে আলোচনার বিষয়, এই চরিত্র তৈরির ক্ষেত্রে কার প্রভাব কাজ করেছে। লাক্ষ্য জানিয়েছেন, প্রস্তুতির সময় তিনি বিশেষভাবে শাহরুখ খান ও সালমান খানের ৯০-এর দশকের ভঙ্গিমা ও ব্যক্তিত্ব মাথায় রেখেছিলেন। পরামর্শও দিয়েছিলেন আরিয়ান নিজে— “শাহরুখ–সলমনের সাক্ষাৎকার দেখো। তাঁরা কখনও রুক্ষ বা অহংকারী নন, অথচ তাঁদের ব্যক্তিত্ব স্বতন্ত্র।”
বিশেষ করে শাহরুখের একটি বিখ্যাত সাক্ষাৎকারে বলা সংলাপ— “আমি বলিউডে রাজত্ব করতে এসেছি, প্রতিযোগিতা করতে নয়”— লাক্ষ্যকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

তারকাদের ভিড়
লাক্ষ্য ছাড়াও সিরিজে আছেন ববি দেওল, সাহের বাম্বা, মনোজ পাহওয়া, রাজাত বেদী ও মনিকা সিং। চমক হিসেবে অতিথি চরিত্রে হাজির হয়েছেন বলিউডের বড় তারকারা— শাহরুখ খান, সালমান খান, আমির খান, করণ জোহর, রণবীর কাপুর ও রণবীর সিং।

প্রতিক্রিয়া ও তাৎপর্য
নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই সিরিজটি দর্শক-সমালোচক মহলে সাড়া ফেলেছে। এটি শুধুই একটি বিনোদনমূলক শো নয়; বরং বলিউডের ভেতরের রসিকতা, নস্টালজিয়া এবং নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গির এক অনন্য সংমিশ্রণ।


আরিয়ান খানের “দ্য ব্যা**ডস অফ বলিউড”* দেখিয়ে দিল, বলিউডের পরবর্তী প্রজন্ম কেবল নামের জোরে নয়, বরং স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি ও সাহসিকতার মাধ্যমেও জায়গা করে নিতে পারে। শাহরুখ–সলমনের ছাপ থাকলেও আসমান সিং আসলে এক নতুন প্রজন্মের প্রতীক— যে অতীতের আবহ নিয়ে ভবিষ্যতের বলিউডকে গড়ে তুলছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন