ট্রাইজেমিনাল নিউরালজিয়া
৮ ঘণ্টার গামা অস্ত্রোপচার সালমানের
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘ সাত বছর ছয় মাস ধরে ভয়ঙ্কর স্নায়ুবিক রোগ ট্রাইজেমিনাল নিউরালজিয়া–এর সঙ্গে লড়াই করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি নিজের জীবনের সবচেয়ে কষ্টকর সময়টির কথা অকপটে শেয়ার করেন। চিকিৎসাজগতে এই রোগকে এতটাই ভয়ঙ্কর ধরা হয় যে, একে ‘সুইসাইড ডিজ়িজ’ বলা হয়।
সালমান জানান, “এই ব্যথা এত ভয়ঙ্কর ছিল যে আমি চাইবো না আমার সবচেয়ে বড় শত্রুও তা ভোগ করুক। প্রতি চার-পাঁচ মিনিট পরপর যন্ত্রণা শুরু হতো। একটি অমলেট খেতে লাগত দেড় ঘণ্টা। আমি নিজেকে জোর করে খাওয়াতাম। কারণ ব্যথার ওষুধও কাজ করত না। দিনের শুরু হতো ব্রেকফাস্ট দিয়ে, আর শেষ হতো সরাসরি ডিনারে। এই যন্ত্রণা শুধু শরীর নয়, মনকেও ক্ষতবিক্ষত করেছিল।”
এই অসহনীয় যন্ত্রণার অবসান ঘটাতে সালমান গামা অস্ত্রোপচারের পথ বেছে নেন। অভিনেতা বলেন, “মুখে স্ক্রু লাগিয়ে আমাকে ৭-৮ ঘণ্টা শুইয়ে রাখা হয়। অস্ত্রোপচারের পর বলা হয়েছিল ব্যথা ২০-৩০ শতাংশ কমবে, কিন্তু সৌভাগ্যবশত তা পুরোপুরি চলে যায়।”
তবে অস্ত্রোপচারের পরও সালমানের শরীরে রয়ে গেছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া ও আর্টেরিওভেনাস ম্যালফরমেশন। বিষয়টি নিয়ে তিনি বলেন, “অনেকেই বাইপাস সার্জারি, হৃদরোগসহ নানা সমস্যার সঙ্গে জীবন কাটান। আমিও তাদের মতোই।”
দীর্ঘ এই লড়াইয়ের পর সালমানের অভিজ্ঞতা এখন ভক্তদের কাছে এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। তিনি জানিয়েছেন, ধৈর্য ও চিকিৎসকের পরামর্শ মেনে চললেই ভয়ঙ্কর স্নায়ুবিক রোগ থেকেও মুক্তি সম্ভব।