শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে এলেন পরিণীতি চোপড়া,

ইউটিউবে শেয়ার করলেন নতুন ভিডিও

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫:১৮, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ইউটিউবে শেয়ার করলেন নতুন ভিডিও

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া সম্প্রতি প্রকাশ্যে এলেন অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রথমবার। গেল আগস্টে স্বামী ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে মিলেই তিনি মা হওয়ার খবর জানিয়ে অনুরাগীদের চমকে দিয়েছিলেন। এবার নিজের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপলোড করে ফের আলোচনায় এলেন এই তারকা।

ভিডিওতে পরিণীতির বেবিবাম্প স্পষ্টভাবে দৃশ্যমান, যা অনুরাগীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস জাগিয়েছে। তিনি জানান, আট মাস আগে ইউটিউব চ্যানেল শুরু করলেও ঠিক কী ধরনের ভিডিও দেবেন তা তখন পরিষ্কার ধারণা ছিল না। তবে এবার থেকে এমন কনটেন্ট দেওয়ার চেষ্টা করবেন যা দর্শকের ভালো লাগবে। তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনের সবকিছু সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করা সম্ভব নয়।

গত আগস্টে ইনস্টাগ্রামে পরিণীতি একটি ভ্যানিলা কেকের ছবি পোস্ট করেছিলেন, যেখানে লেখা ছিল “১+১=৩”। ক্যাপশনে জানানো হয়েছিল, শিগগিরই আসছে তাঁদের ছোট্ট সন্তান। ওই পোস্ট দেখেই অনুরাগীরা শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছিলেন হবু বাবা-মাকে।

২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরের দ্য লীলা প্যালেসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেছিলেন পরিণীতি ও রাঘব। সেখানে বলিউড তারকা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।

এখন অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে প্রথমবারের মতো মা হিসেবে নতুন যাত্রা শুরু করবেন প্রিয় তারকা পরিণীতি চোপড়া।

আরও পড়ুন