তৃতীয় সন্তানের মা হলেন রিয়ানা, কোলজুড়ে এলো কন্যা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:৫২, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০২:৩১, ২৬ সেপ্টেম্বর ২০২৫

পপ আইকন রিয়ানা আবারও মাতৃত্বের আনন্দে ভাসছেন। র্যাপার এএপি রকির সঙ্গে দম্পতির তৃতীয় সন্তানের জন্ম হয়েছে। গতকাল তারা প্রথমবারের মতো তাদের কন্যা সন্তানের আগমনের ঘোষণা দেন। নবজাতকের নাম রাখা হয়েছে রকি আইরিশ মেয়ার্স। যদিও শিশুটির জন্ম হয়েছে ১৩ সেপ্টেম্বর।
রিয়ানা ও রকির এর আগে দুই ছেলে রয়েছে—৩ বছর বয়সী আরজেডএ এবং ২ বছর বয়সী রায়ট। এবার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হলো গায়িকার। কারণ তিনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে একটি কন্যা সন্তানের জন্য তার হৃদয়ে বিশেষ চাওয়া ছিল।
ইনস্টাগ্রামে রিয়ানা নবজাতককে কোলে নিয়ে একটি আদুরে ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, শিশুটি গোলাপি কম্বলে মোড়ানো। অন্য আরেকটি পোস্টে গোলাপি রঙের ছোট বক্সিং গ্লাভস রাখা হয়েছে, যা কন্যা সন্তানের ইঙ্গিত বহন করছে।
২০২৫ সালের মেট গালায় রিয়ানা প্রথমবারের মতো প্রকাশ্যে তার বেবি বাম্প দেখান। সেই অনুষ্ঠানে এএপি রকি সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। গালার সময়ই তিনি সংবাদমাধ্যমকে জানান যে পরিবার সম্প্রসারণ নিয়ে তারা ভীষণ উচ্ছ্বসিত।
মা হওয়ার অভিজ্ঞতাকে রিয়ানা আগেও "কিংবদন্তি" হিসেবে বর্ণনা করেছিলেন। ই! নিউজকে তিনি বলেছিলেন, মাতৃত্ব তাকে নতুনভাবে তার নারীত্বকে আলিঙ্গন করতে সাহায্য করেছে। রকির সঙ্গে তার সম্পর্ককেও তিনি শক্তির উৎস হিসেবে উল্লেখ করেন। ব্রিটিশ ভোগকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "সন্তান আমাদের আরও কাছাকাছি এনেছে।"
তাদের দুই বড় ছেলে ইতিমধ্যেই বোনকে নিয়ে খুশি। পরিবার ঘিরে এই আনন্দে রিয়ানা ও রকির ভক্তরাও উল্লসিত। নিঃসন্দেহে রিয়ানার জীবনের এই অধ্যায় তার সঙ্গীত ও ব্যক্তিজীবনে নতুন অনুপ্রেরণা যোগ করবে।