মুক্তি পেলো তিন নতুন সিনেমা
‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ও মুক্তিযুদ্ধভিত্তিক ‘উদীয়মান সূর্
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫:২৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫

দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে নতুন তিন সিনেমা। এগুলো হলো— ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও ‘উদীয়মান সূর্য’।
সাবা
শহরের নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে সাবার জীবনসংগ্রামের গল্প নিয়েই নির্মিত হয়েছে সিনেমা ‘সাবা’। বাবা নেই, আর মা শিরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হুইলচেয়ারে। মাকে সুস্থ করে তোলার চেষ্টা করতে করতে সাবা একসময় মায়ের হার্ট অ্যাটাকের মুখোমুখি হয়।
সিনেমাটির নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। এর আগে এটি এক ডজন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এবার দেশের দর্শকের দেখার পালা। সিনেমায় আরও আছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনওয়ার প্রমুখ।
এটি বর্তমানে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, মম ইন মুভি থিয়েটার বগুড়া ও সিনোস্কোপ নারায়ণগঞ্জে চলছে।
স্বপ্নে দেখা রাজকন্যা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ একটি প্রেমের গল্প। কেন্দ্রীয় চরিত্রে আছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া।
সিনেমার শুটিং হয়েছিল ২০২০ সালে করোনাকালে, সেন্সর ছাড়পত্র পায় ২০২১ সালে। অবশেষে চার বছর পর প্রেক্ষাগৃহে আসলো এটি। সহশিল্পীদের মধ্যে আছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা প্রমুখ।
সিনেমাটি দেশের ২৭টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।
উদীয়মান সূর্য
১৯৭১ সালের মুক্তিযুদ্ধভিত্তিক কাহিনি নিয়ে তৈরি হয়েছে ‘উদীয়মান সূর্য’। এতে দেখানো হয়েছে নোমান নামের এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের জীবনসংগ্রাম এবং যুদ্ধের প্রস্তুতি। পাকিস্তানি সেনাদের হত্যাযজ্ঞ থেকে বাঁচতে সে বন্ধু সুনীলের পরিবারকে কুষ্টিয়ায় নিয়ে যায় এবং স্থানীয় যুবকদের সংগঠিত করে মুক্তিযুদ্ধে অংশ নেয়।
পরিচালনা করেছেন এস এম শফিউল আযম। অভিনয়ে আছেন সাদমান সামীর, কান্তা নুর, শিশির আহমেদ, তামান্না জুলি, ওবিদ রেহান প্রমুখ।
সিনেমাটি দেশের ৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।