অক্ষয় কুমারের সঞ্চয়ী জীবনের গল্প
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫:২৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বলিউডের জনপ্রিয় তারকা অক্ষয় কুমার শুধু অভিনয়েই নয়, অর্থনৈতিক পরিকল্পনা ও সঞ্চয়ের ক্ষেত্রেও নিজেকে আলাদা করে তুলেছেন। দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক সফল সিনেমা উপহার দেওয়া এই অভিনেতা ভারতের অন্যতম সেরা উপার্জনকারী তারকা। বহু বছর ধরে দেশের সর্বোচ্চ করদাতার স্বীকৃতিও ধরে রেখেছেন তিনি।
সম্প্রতি দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো–এর তৃতীয় মৌসুমের সমাপনীতে অতিথি হয়ে ক্যারিয়ারের ৩৫ বছর পূর্তি উদযাপন করেন অক্ষয়। সেখানেই তিনি তুলে ধরেন নিজের সঞ্চয়ী মানসিকতা ও আর্থিক অভ্যাসের কথা।
অক্ষয় জানান, ছোটবেলায় সংবাদপত্রে তিনি পড়েছিলেন—অভিনেতা জিতেন্দ্র ১০০ কোটি রুপি ফিক্সড ডিপোজিট করেছেন। তখনই মনে হয়েছিল, যদি জীবনে কোনোদিন ১০০ কোটির এফডিআর করতে পারেন, তাহলে নিশ্চিন্ত জীবন কাটানো যাবে।
তিনি বলেন, “মানুষের চাহিদা কখনো শেষ হয় না। সেই ১০০ কোটির স্বপ্ন থেকে আমার লক্ষ্য দাঁড়ায় ১ হাজার কোটি, আর এখন সেটা পৌঁছেছে ২ হাজার কোটিতে।”
কপিল শর্মা মজা করে অক্ষয়ের সবচেয়ে বড় অংকের এফডি জানতে চাইলে তিনি হেসে বলেন,
“সেটা বলা যাবে না।”
অক্ষয়ের মতে, অনেক অর্থ উপার্জন করলেও তার মধ্যে এখনো মধ্যবিত্ত জীবনের অভ্যাস রয়ে গেছে।
“আমার ছেলে-মেয়ে যদি লাইট বা ফ্যান জ্বালিয়ে ঘর থেকে বের হয়ে যায়, আমি দৌড়ে গিয়ে বন্ধ করি। এতে হয়তো মাসে বাড়তি কয়েক হাজার টাকা বিল বাঁচে না, কিন্তু অভ্যাসটা ছাড়তে পারি না।”
তিনি আরও যোগ করেন, “আজ সকালে কোচকে বকেছি। আমি বলেছিলাম, আমি ঢোকার পাঁচ মিনিট আগে এসি চালাতে। কিন্তু তিনি ২৫ মিনিট আগে চালিয়ে ফেলেছিলেন।”
অক্ষয় কুমারের এই সঞ্চয়ী মানসিকতা বলিউড তারকাদের আড়ম্বরপূর্ণ জীবনের বাইরে এক ভিন্ন বাস্তবতার ছবি তুলে ধরে।