দুবার ডিভোর্সের পরও প্রেম!
টুইঙ্কলের মন্তব্যে আলোচনায় আমির খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮:৩৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৩:০১, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও শিরোনামে। দু’বার বিবাহবিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনের অন্ধকার অধ্যায় কাটিয়ে উঠতে কতটা লড়াই করতে হয়েছে, সে অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি টুইঙ্কল খান্না ও কাজলের চ্যাট শো ‘টু মাচ’-এ।
আমির জানান, প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে সামলে নিতে তার চার বছর লেগেছিল। সেই সময়কে তিনি জীবনের সবচেয়ে কঠিন ও ট্রম্যাটিক অধ্যায় হিসেবে বর্ণনা করেন। পরে কিরণ রাওয়ের সঙ্গে ঘর বাঁধলেও ২০২১ সালে সে সম্পর্কও ভেঙে যায়। দু’বারের ডিভোর্স তাকে ভীষণ মানসিক চাপে ফেলেছিল, তবে এখন তিনি আবারও জীবনে নতুন করে দাঁড়িয়েছেন।
শো চলাকালীন টুইঙ্কল খান্না মজা করে বলেন, “আমরা (টুইঙ্কল ও অক্ষয়) অনেক দিন ধরে একসঙ্গে আছি। আর এখন তোমার জীবনের নতুন অধ্যায়ের মাধ্যমে নতুন করে সব কিছুর আমেজ উপভোগ করছি। ৬০ বছর বয়সেও তোমার রোম্যান্স এখনও ফুটছে।”
আমির বলেন, “আমি রীনা আর কিরণের সঙ্গে এখনও ঘনিষ্ঠ। দীর্ঘ সময় একসঙ্গে থাকার পর সম্পর্ক ভেঙে গেলে সেটা খুবই কষ্টকর হয়। তবে নিজেকে সময় দিলে নতুন করে এগোনো সম্ভব।”
অভিনেতার প্রথম বিয়ে হয়েছিল ১৯৮৬ সালে রীনা দত্তের সঙ্গে, যার সঙ্গে তার দুই সন্তান—জুনেদ ও ইরা। ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করে আজাদ নামে এক সন্তানের বাবা হন। বর্তমানে দু’জন প্রাক্তন স্ত্রীর সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির। এমনকি কন্যা ইরার বিয়েতে রীনা ও কিরণকে নিয়েই আনন্দ করেছেন তিনি।
এখন আলোচনায় আমিরের নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাট। সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাদের সম্পর্কটা এখন সবারই জানা। একে অপরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা আমাদের এক করেছে। বিয়ে আসলে কেবল একটি নিয়ম। মনে মনে আমি গৌরীকে জীবনসঙ্গী ভেবেই নিয়েছি।”
বলিউড মহলে এখন গুঞ্জন—আমির খান কি শিগগিরই তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন? তবে অভিনেতা জানিয়েছেন, আপাতত সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার কোনো পরিকল্পনা নেই।