শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

বাংলাদেশ-ইরাক সম্পর্ক জোরদারে উদ্যোগ

 গুরুত্ব পেল জনশক্তি ও শান্তি নির্মাণে সহযোগিতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫

 গুরুত্ব পেল জনশক্তি ও শান্তি নির্মাণে সহযোগিতা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উচ্চ পর্যায়ের এক বৈঠকে বাংলাদেশ ও ইরাক তাদের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত ওই  বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ড. ফুয়াদ হুসেন উভয়েই জনশক্তি, বাণিজ্য, যোগাযোগ এবং বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে দক্ষ জনশক্তি বিনিময়, বাণিজ্য সম্প্রসারণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। 

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ইরাকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে জাতিসংঘ সদর দফতরের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে অনুষ্ঠিত শান্তি নির্মাণ কমিশনের মন্ত্রী পর্যায়ের সভায় অংশ নেন তৌহিদ হোসেন। সেখানে তিনি পিবিসির সাবেক চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের নেতৃত্ব এবং জাতিসংঘ শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠা তহবিলে বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন।

তিনি বলেন, ‘টেকসই শান্তি অর্জনে জাতিসংঘ সনদ, অন্তর্ভুক্তিমূলক শাসন ও সামাজিক সংহতির নীতিতে বাংলাদেশ অটল।’

বক্তব্যে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে তুলে ধরেন তৌহিদ হোসেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন