শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

ফেব্রুয়ারির নির্বাচনের আগেই শ্রম সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:১৯, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ফেব্রুয়ারির নির্বাচনের আগেই শ্রম সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার 

আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে শ্রম আইন ও শ্রম অধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করেছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈশ্বিক মানদণ্ডে শ্রমিক অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
শ্রম অধিকার ও সংস্কার ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উদ্যোগে আয়োজিত এক উচ্চপর্যায়ের নৈশভোজে তিনি এই প্রতিশ্রুতি দেন। কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তা এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের নেতারা আলোচনায় অংশ নেন। সেখানে পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং শ্রমিক নিরাপত্তা বিষয়ক চলমান সংস্কার নিয়ে খোলামেলা মতবিনিময় হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস বলেন, “শ্রম সংস্কার কেবল শ্রমিকদের অধিকার রক্ষার জন্য নয়, বরং এটি বাংলাদেশের রপ্তানি খাতকে আরও শক্তিশালী করবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় আমাদের অবস্থানকে দৃঢ় করবে।” তিনি আরও উল্লেখ করেন, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনীতিকে এগিয়ে নিতে সংস্কার এখন সময়ের দাবি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক শিল্পকে দেশের অর্থনীতির প্রধান স্তম্ভ আখ্যা দিয়ে যে কোনো সরকারের জন্য এই খাতকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। জামায়াতের নায়েবে আমীর ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা বাড়াতে সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির উদ্যোগগুলো ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার কথা বলেন।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে শ্রমিক সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি রানা প্লাজা দুর্ঘটনার সময় চিকিৎসা সহায়তায় যুক্ত থাকার অভিজ্ঞতা শেয়ার করেন, যা তার রাজনৈতিক যাত্রাকে গভীরভাবে প্রভাবিত করেছে।
সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, শ্রম সংস্কার শুধু দেশের ভেতর নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের মর্যাদা বাড়াবে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে শক্ত ভিত গড়ে দেবে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন