ট্রাম্পের শুল্কচাপে ভারত
পুতিনকে মোদির ফোনে ইউক্রেন নীতি স্পষ্টকরণের দাবি
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৭:১১, ২৬ সেপ্টেম্বর ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের ধাক্কায় ভারতের বাণিজ্যিক পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। ভারতীয় পণ্যের ওপর বর্তমানে ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে ওয়াশিংটন। এর মূল কারণ, নয়াদিল্লি এখনো রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করছে। ফলে শুল্ক শুধু ভারত নয়, পরোক্ষভাবে রাশিয়ার ওপরও প্রভাব ফেলছে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ন্যাটো মহাসচিব মার্ক রুট সিএনএনকে বলেন, “ভারতীয় পণ্যের ওপর শুল্ক চাপিয়ে যুক্তরাষ্ট্র আসলে রাশিয়াকেই চাপে ফেলছে।” তাঁর দাবি, এই প্রেক্ষাপটেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে সরাসরি অবস্থান জানতে চান। তবে এ বিষয়ে এখনো নয়াদিল্লি বা ক্রেমলিন কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
এদিকে নিউইয়র্কে জি২০ বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন। তিনি বলেন, “উন্নয়নের পথ রুদ্ধ করে শান্তি আসবে না। বরং উন্নয়নই শান্তির ভিত্তি।” জ্বালানি বাণিজ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করলে তা বৈশ্বিক সংকটকে আরও বাড়াবে বলে সতর্ক করেন তিনি।
১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিনে পুতিন তাকে ফোনে শুভেচ্ছা জানান। এ সময় মোদি ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। এর আগে ১ সেপ্টেম্বর এসসিও সম্মেলনে দুই নেতা একই গাড়িতে প্রায় এক ঘণ্টা আলাপ করেছিলেন। ভারতের পক্ষ থেকে বলা হয়, সংঘাত নিরসনে নয়াদিল্লি সর্বদা আলোচনার পক্ষে।
ট্রাম্প সম্প্রতি ট্রুথ সোশ্যালে পোস্টে জানিয়েছিলেন, ন্যাটো দেশগুলো যদি একসঙ্গে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে তবে তিনি মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবেন। এই অবস্থায় ভারত-রাশিয়া ঘনিষ্ঠতা এবং যুক্তরাষ্ট্রের চাপ দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক ভূরাজনীতিতে নতুন ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে।
সূত্র : এনডিটিভি